এখন আমি পুরা long একটা ছুটি তে আছি।
হা এটা হবারই কথা,ছুটি বলতে west Bengal এই সরকারী ৪০ দিনের ছুটি টাই একটা বড়ো ছুটি।
.
কি ছুটি তাই তো;
এই তো হিন্দু দের পূজোর ছুটি।
.
একটা আজব জাতি এই হিন্দুরা,নিজেদের দরকারে সব রুল বদলাতে পারে,আবার গঠন কোরতে ও পারে।
ভারতের সংবিধানে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ।
যেখানে কোনো ধর্ম-ই বাড়তি সুবিধা পাবেনা,সবাই এখানে সমান।
.
কিন্তু আমরা মুসিলিম রা এখানে কি পাই,
দুই ঈদে অনলি ২ টো ছুটি।
আর শক্রুবার বা রমজান মাস সে তো বলার কথাই রাখেনা।
.
এই তো গেলো সামান্য ছুটির একটা উদাহরন;সব দিক থেকেই এই রকম অবহেলা।
.
কি একটা আজব দেশ কা গজব কাহিনী!!!
কিছু বলতে গেলেই সাম্প্রদায়িক বিষ ঢেলে দেবে কায়দা করে।আর মুসলমানরা হবে সেখানে বলির পাঠা, পৃথিবীর অন্যান্য সকল ধর্মালম্বীদের থেকে হিন্দুরাই বেশী সাম্প্রদায়িক, সেটা হয়ত অনেকেই জানেন।
.বিঃ দ্রঃ উপরোক্ত কথা আর মনের ব্যথা আমার নয়, পশ্চিমবাংলা তথা পশ্চিমবঙ্গের নিরিহ অসহায় সংখ্যালুঘু মুসলিম সম্প্রদায়ের,তবে আমি ও আমরা সহমর্মিত তাদের এ করুণ অবস্থায় দিনানিপাত করার জন্য এবং ন্যায্য অধিকার ও পাওনা সুযোগ-সুবিধা হতে মাহরুম করার জন্য
ভাবতে অবাক লাগে যে, যেখানে সাংবিধানিকভাবে রাষ্টধর্ম ধর্মনিরপেক্ষ রাখা হয়েছে, সেখানে এ বিচার, তারা রাষ্টধর্ম হিন্দুইজম করে নিলেই পারে? বিশ্ববাসীকে ধোঁকা দেওয়ার কি প্রয়োজন রয়েছে? আসলে ওদের গোড়ায় জোর নেই, পারলে রাষ্টধর্ম হিন্দুইজম করে নিক? ভারত শুধু হিন্দুরাই স্বাধীন করেনি? মুসলমানরাই ভারতের স্বাধীনতা সংগ্রাম শুরু করেছে এবং স্বাধীন হওয়া পর্যন্ত লড়ে গেছে, এরপরই ভারতের স্বাধীন অর্জিত হয়েছে, তাহলে কেন শুধু শুধু সংখ্যাগরিষ্ঠরা সকল সুবিধা ভোগ করবে আর সংখ্যালুঘুরা পাওনা ও ন্যায্য অধিকার হতে মাহরূম হবে,?????
(হয়তো এ পোষ্টের জন্য সামুর পক্ষ হতে কোন নোটিশ দেওয়া হবে আমাকে)
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



