একটা কবিতা লিখব। কবির মতানুসারে এটি নাকি খুব নিয়ম মেনে চলা কবিতা নয়..... কবিকে আমি বলি আজকাল যে সব কবিতা পড়ি তার চেয়ে তোর লেখা খুব খারাপ নয়! আমি ব্লগে লিখবই। লিখলাম.....পড়ে দেখুন ভালো লাগে কিনা......................
কবিতার খাতা
শান্ত শুভ্র সকাল জাগে সোনালি রোদে,
সারাদিন নিজেকে ব্যস্ত রাখি কর্ম-কোলাহলে
ক্লান্ত বিকেল ধরে আসে খুনি সন্ধা....
সব আলো অন্ধকার করে।
নিজেকে এলিয়ে দেই নিঃস্তব্ধ রাতের কাছে,
বসে থাকি আমার কবিতার খাতা খুলে।
চেয়ে থাকি দক্ষিনের জানালায়।
নিবিড় অন্ধকার দৃষ্টিসীমা ক্ষীণ করে রাখে।
কলম দিয়ে আসেনা কোন পংক্তি
চাপা বুলি যন্ত্রনা হয়ে ঘুরপাক খায় চারপাশে
বড় একা মনে হয় নিজেকে।
শান্তনা-দ্বন্দের মাঝে খুঁজি জীবন
সন্প্রদান কারক হয়ে দিতে চাই সবকিছু...........
বিষাদ অনলে পুড়ে যায় সব।
কান্নার ঢেউ জোয়ার তোলে চোখের কোটরে
লোনা জলে ভরে যায় গহ্বর।
অভিসারের অভিলাষ জাগে সম্ভোগের বিছানায়
উঠে বৈশাখ, নামে শীতের জড়িয়ে ধরা......
শীষ দেয় ভোরের দোয়েল।
তবুও খোলা থাকে আমার জানালা,
শেষ হয় না আমার কবিতার খাতা.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



