ছবিটি দেখুন।
শিবির এবার উদ্দ্যোগ নিয়েছে এই ভাবে পোলাপানের ব্রেন ওয়াশ করার। ব্রেনওয়াশ বলছি কারণ কিছুক্ষণ আগে ব্লগের এক শিবিরছানা মত প্রকাশ করেছে যে, ছাত্ররা সংবর্ধনা নিতে এসে বলে গেছে, "......গো এহেড ছাত্রশিবির।"
এটা খুবই স্বাভাবিক যে ছাত্ররা যেখানে সংবর্ধনা নিতে যাবে তাদের প্রশংসা করবে। কিন্তু তারা শিবিরের আসল চিত্রটা এখনো জানে না বলেই মনে করি।
তাই আমাদের উচিত নয় শিবিরকে এই সুযোগটা নিতে দেয়া। যেসব এলাকায় শিবিরের এই সংবর্ধনা বাকী রয়েছে সেসব এলকায় জিপিএ ৫ প্রাপ্তদের সাথে যাদের কোনভাবে যোগাযোগ আছে তাদের বলার জন্য অনুরোধ করছি যাতে তারা এই সংবর্ধনায় যোগ না দেয়। সংবর্ধনা তো তারা অনেক পাবে।
একান্তই যদি কেউ যোগ দিতে চায় তাহলে আগে তাকে শিবির সম্পর্কে জেনে নেয়ার অনুরোধ করছি।
কি জানবে?
যেমন আমার শিবিরকে খারাপ লাগার সবচেয়ে বড় কারণ ২ টি হচ্ছে :
১। যুদ্ধাপরাধী এবং রাজাকার নেতাদের বশ্যতা স্বীকার করা;
২। ক্ষমতায় থাকাকলীন সময়ে শিবির নেতাদের সাধারণ ছাত্রদের উপর অত্যাচার।
যাদের বলার মত পরিচিতজন আছে তাদের অনুরোধ করছি কাজটা করার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



