আজ সকালে ঘুম থেকে উঠে দেখি একটেল থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটি হুবহ তুলে দিলাম-
Dial *140*8*4*2# for info on Coaching centers for Admissions in university, Medical, Buet, Textile, Marine Academy & other sectors of interest.Charges apply.
যেখানে ছাত্রদের কোচিং এ নিরুৎসাহিত করা প্রয়োজন, সেখানে মোবাইল কোম্পানিগুলো এটি নিয়ে ব্যবসা করছে!!!!!!!
যাই হোক, আমি আরেকটু বিস্তারিত দেখতে চাইলাম সেবাটা কিভাবে দেয়া হবে। কয়েক ধাপের ইন্সট্রাকশন পার হয়ে শেষ ধাপে বলা হল আমাকে একটি মেসেজ দিয়ে তথ্যটি জানিয়ে দেয়া হবে। যে মেসেজটি এল তা হচ্ছে--
invalid college name
এই মেসেজের কি অর্থ তা আমি বুঝলাম না। কিন্তু ততক্ষণে আমার মোবাইল থেকে ৪ টাকা গায়েব।
সেবা না দিয়েই পয়সা নেয়া!! কত বড় জোচ্চুরি।
সামুতে একটেলের যে বিজ্ঞাপন দেয়া হয় সেখানে ইংরেজি শেখানোর কথা বলা হয়, কই বাংলা শেখানোর কোন কোর্স বা বাংলা নিয়ে কোন আয়োজন তো কোনদিন দেখলাম না(শুধু ১লা বৈশাখ ছাড়া)।
শুধুমাত্র নিজেদের ব্যবসায়িক উদ্দেশ্যকে চরিতার্থ করার অভিপ্রায়ে নেয়া এই ধরণের উদ্দ্যোগ সমূহের তীব্র নিন্দা জানাই এবং শিক্ষাসংক্রান্ত ব্যাপারে মোবাইল কোম্পানিগুলার জন্য আরও কঠিন আইন করার আহ্বান জানাই।
অবশ্য আহ্বান কার কাছে জানাব? যে সরকার দূর্নীতিকে প্রশ্রয় দেয় আর ১০% হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয় তাদের প্রতি এই আহ্বান জানিয়ে কোন লাভ আছে বলে মনে হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



