ক্লান্ত নিরেট এই পৃথিবীতে আমি শুধুই একা,
আমারই পথে শুধু বাঁধা ,
আমি চলি সেও চলে আমি থামি সেও থামে,
আমারে সে আষ্টে প্রিষ্টে ধরেছে
আলিঙ্গনে আলিঙ্গনে আমাকে পাগল পারা করে ফেলেছে,
সেও জানে আমিও জানি
আমি তারে খুজে পাই আমারই তরে
তার মত পরম বন্ধু কে হতে পারে!
সে আর কও নয় আমারই নিঃসঙ্গতা ও একটুকরো বোধ
সারাক্ষন ঘোরে মাথার ভিতরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



