কবির সুমনের গানঃ বাঁশুরিয়া।
২২ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁশুরিয়া বাজাও বাঁশি
দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায়
শহুরে হাওয়ায়
এ শহরে এসছ তুমি
কবে কোন রাজ্য থেকে
তোমাদের দেশে বুঝি
সব মানুষই বাঁশি শেখে
আমাদের স্কুল কলেজে
শেখে লোকে লেখাপড়া
প্রাণে গান নাই মিছে তাই
রবি ঠাকুর মূর্তি গড়া
তোমার ওই দেহাতী গান
দোলে যখন বাঁশির মুখে
আমাদের নকল ভন্ড
কৃষ্টি চালায় কড়াত বুকে
বুকে আর গলায় আমার
শহর কলকাতায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায়
শহুরে হাওয়ায়
ঠেলা ভ্যান চালাও তুমি
কিংবা ভাড়া গাড়ির ক্লিনার
ক'বছরে একবার যাও
তোমার দেশে নদীর কিনার
ফাঁক পেলে বাঁশি বাজাও
ফেলে আসা ঘরের ডাকে
দেশে গিয়ে এমন সুরে
হয়তো ডাক কলকাতাকে
ফিরে এসে উদোম খাট
গায় গতরে ব্যস্ত হাতে
মজুরিতে ভাগ বসাচ্ছে কারা
তোমার কলকাতাতে
তাদেরই গাইয়ে আমি
সাজানো জলসায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায়
শহুরে হাওয়ায়।
গানটি শুনতে চাইলে খোঁচা মেরে ডাউনলোড করে নিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার আমলে যতটা নিকৃষ্ট ভাবে ভোট চুরি হয়েছে আর কারো আমলে হয় নি। এমন কি এরশাদের আমলেও না।
...বাকিটুকু পড়ুন
এখন নাকি বিবেক বুদ্ধির জন্ম হচ্ছে-
ঘুরপাক বুড়োরা মৃত্যুর কুলে দুল খাচ্ছে;
রঙিন খাট পালঙ্কে- মাটিতে পা হাঁটছে না
শূন্য আকাশে পাখি উড়ু উড়ু গো ফুলের গন্ধ
উঠান বুঠানে বিবেক বুদ্ধির বাগান...
...বাকিটুকু পড়ুন
জুলাই সনদে স্বাক্ষরের দিন ড. ইউনুস বলেছেন, “এই সনদে স্বাক্ষর করলে আমরা বর্বরতা থেকে সভ্যতায় উন্নীত হবো।”
আর গতকাল উনি বলতেছেন বাঙালি হচ্ছে বিশ্বের মাঝে সবচেয়ে জালিয়াত জাতি! তো জুলাই সনদে...
...বাকিটুকু পড়ুনতিন শ' এক//
আমার সাহস দেখে, জানি. তুমি খুব রেগে যাবে।
ঘরহীন, সর্বহারা ভালোবাসা জানায় কিভাবে ?
তিন শ' দুই//
চোখের মালিক ঘোর নিঃশ্বতার আঁধারে ডুবেছে;
তবুও বেকুব চোখ সুন্দরের নেশায় ডুবেছে!
...বাকিটুকু পড়ুন

সামনের ইলেকশনে যদি ডিপস্টেট, জামাত ও এঞ্চিপির যৌথ প্রচেষ্টায় 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' বা 'মেকানিজম' হয় (যেটার সম্ভাবনা নিয়ে অনেকেই আলোচনা করছেন অনলাইন-অফলাইন-দুই জায়গাতেই), তবে কি বিএনপি সেটা ঠেকাতে পারবে? পারবে...
...বাকিটুকু পড়ুন