এইবার ঘুমানো যাক একটু
মাথার ভেতর শুধু ওয়েব পেজ আর ওয়েব পেজ
বিডি জবস, জবস্ট্রিট, জবসএওয়ান, সা.ই...ব্লগ
মনে হয় সব মনে রাখতে হবে, সব মুখস্ত রাখতে হবে
যদি ঘুমের মধ্যে পড়া ধরে কেউ ? কি বলব তখন ?
ইদানিং অনেক বেশী চাকরী খোজা হচ্ছে
ইদানিং অনেক বেশী ব্লগ পড়া হচ্ছে
অনেক বেশী কষ্ট পাওয়া হচ্ছে
অনেক বেশী ইচ্ছে হচ্ছে বড় কিছুর অংশ হই
ঃ ফোনটা রাখি এখন জানটা ?
ঃ আমার ফোনে টাকা নাই, তুমি কল কইরো একটু সকালে ?
ঃ আচ্ছা
....................এইবার ঘুমানো যাক একটু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


