1। একা একা ঘুরতে আসা যাবে না। (কোন চোর ডাকাতের ভয়ে নয়।) সঙ্গে থাকতে হবে কোন বিপরীত লিঙ্গের কেউ। (সম্পর্ক বন্ধু অথবা বান্ধবী)
2। তুমি তোমরা ছাড়া আর কেউ থাকতে পারবেনা। (শুধু দু'জ থাকাটা বেশী বেটার। এতে করে অতিরিক্ত মজা পাওয়া যায়।)
3। বিকেলের দিকে বেড়াতে আসতে হবে। কেননা এই সময় দক্ষিণের বাতাস শুরু হয়। এই বাতাসে ঝাউ বনের মধ্যে সেই ......... শব্দ পাওয়া যায়।
4। সূর্যঅস্তের পর পরই নিজের বাসস্থলে চলে আসতে হবে। (তবে নিজেদের বুঝা বুঝিতে আরও বেশী সময় থাকতে পারেন।)
আর বলা যাবেনা কারণ আমি একা মানুষ আমার কেউ নেই একা একা প্রতিদিন ঘুরতে হয়। প্রতিদিন সেই ঝাউবনের করুন শব্দ শুনতে পাই। কি করব কেউ আমার কাছ থেকে সেই শব্দের ভাগ নিচ্ছে না। কেউ কি আমার সাথে সেই শব্দ শুনতে যাবেন।..................................
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




