সবাইকে দৃষ্টি আকর্ষন করছি:-------
আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমাদের শিখিয়ে আসতেছে 'শুনা কথায় কান দিবে না।' আমরা শুধু এইডস সমর্্পকে বিভিন্ন কিছু শুনতেছি। শুনার মাধ্যমে আমরা কতটা সচেতন হতে পারছি????????
বিভিন্ন গ্রামে, মহল্ললায় যে খানে কেবল লাইন নেই তারা শুধু বাংলাদেশ টেলিভিশন দেখছে। এতে করে তারা শুধু শুনছে। কিন্তু কিছুই বুঝছেনা। আমাদের উচিৎ নয় কি ওদের ও সচেতন করে তোলা....... তাহলে আমাদের করনীয় কি?????????
সাবাইকে বুঝাতে হলে একম কিছু দেখাতে হবে যাতে করে সবাই বিষয়টি সমর্্পকে সঠিক ধারণা করতে পারে।
এইডস সমর্্পকে লিখতে গিয়ে একটা কৌতক মনে পড়ে গেল (কৌতকটি পড়ে মিলে গেলে কিছুমনে করবেন না)
*** এক পরিবারের এক যুবক বিদেশে গেছে, কিন্তু সেদেশে তার তেমন ভাল লাগছেনা। তাই সে তার পিতার নিকট পত্র লিখল দেশে চলে আসবে কিনা? তার পিতা তাকে যে পত্রটি লিখল তা হচ্ছে--
স্নেহের পুত্র, তুর দেশে আসার দরকার নেই। বিদেশ সমর্্পকে আমার ভাল ধারনা আছে। বিদেশে থেকে নিশ্চয় তুর এইডস হয়েছে। দেশে আসলে আমার কাজের মেয়েরও এইডস হবে। আর কাজের মেয়ে হলে আমারও হবে। আমার হলেতো অবশ্যই তুর মায়ে র হবে। আর তুর মায়ের হলেও বুঝতে পারসিস সারা দেশে মহামারী আকারে এই রোগ ছড়িয়ে পডবে। তাই সবার স্বার্থে তুর দেশে আসার প্রয়োজন নেই।
(এটা শুধু একটা কৌতক)
যে বা যারা আমার এই লেখাটি পড়বেন...... তাদের কাছে আমার অনুরোধ কি ভাবে এর প্রচার সঠিক ভাবে করতে হবে??? কি ভাবে যারা শুনে বুঝে না তাদেরকে বুঝানো সম্ভব??? কি ভাবে এই মারাত্বক রোগ থেকে আমাদের মত এই উন্নয়নশীল দেশকে রক্ষা করা সম্ভব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




