মানের দিক থেকে বিচার করলে এক্সপ্লোরার সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি এক্সপ্লোরারের থেকে বেশি গুণসম্পন্ন। বলতে গেলে মোবাইলের জন্য যেসব সুবিধার দরকার, তার সব কিছুই এতে রয়েছে। এটা দিয়ে সরাসরি কোনো অডিও-ভিডিও ছবির ফাইল প্লে করা যাবে। এ ছাড়া যেকোনো ফাইলকে Hide, Read-only, System-এর ফাইল হিসেবে ব্যবহার করা যাবে। সফটওয়্যারটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো - এর মাধ্যমে .Zip, .rar, .jar ফাইলকে সরাসরি খোলা বা কোনো ফাইলকে .zip ফাইলের মধ্যে move বা copy করা যাবে। এ ছাড়া যেকোনো ফোল্ডারের শর্টকাট করেও ব্যবহার করা যাবে।
সফটওয়্যারটির বিশেষত্ব হচ্ছে - এটি দিয়ে মোবাইলের সেটআপ ফাইল বা 'সি' পার্টিশন, র্যাম, রম ব্রাউজ করা সম্ভব। তা ছাড়া নোটপ্যাড, ডকুমেন্ট, পিডিএফ ফাইল পড়া সম্ভব। তবে এটি পূর্ণাঙ্গ সংস্করণ না হওয়ায় সফটওয়্যারটি খোলা ও বন্ধ করার সময় তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে। পূর্ণাঙ্গ সফটওয়্যারটি মাত্র সাত মার্কিন ডলারে কেনা যাবে। তবে সফটওয়্যারটি http://ifile.it/jrmceqs লিংক থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
দৃষ্টি আকর্ষণ: তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অসংখ্য টিপস সমৃদ্ধ বিশাল একটি আর্কাইভ দেখতে এখানে ক্লিক করতে পারেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



