যোহরের নামাজ পড়ার জন্য অফিস থেকে বের হয়ে মসজিদের সামনে কিছু লোকের জটলা দেখে এগিয়ে গেলাম যে ঘটনা কি? পরিচিত সহকর্মিদের কাছ থেকে জানতে পারলাম,আমাদেরই কারখানায় কাজ করে একজন প্রতারকের খপ্পরে পরেছে। ঘটনা টা এরকমঃ
১২ টার দিকে একলোক ফোন দিছে--
--স্যার, আপনি তো পাচঁ লক্ষ্ টাকা পাইছেন । আপনার টাকাটা ব্যাংকে নিবেন না বিকাশে নিবেন?
-- আমারতো অফিসের কাছেই বিকাশ এজেন্ট আছে বিকাশেই দেন।
--তাহলে ছোট্র একটু কষ্ট করতে হবে আপনাকে,আপনি বিকাশের দোকানে গিয়ে যে নাম্বার দিয়া ফোন দিছি এই নাম্বারে ৪১০০০/- টাকা পাঠিয়ে দিন । আমি তার পরে ওই বিকাশ নাম্বারে ৫ লক্ষ টাকা পাঠিয়ে দেবো। আপনি তারপরে টাকা টা উঠিয়ে নিয়েন।
যাকে ফোন করেছে ছেলেটার বয়শ ১৯ হবে। হতদরিদ্র পরিবারের সন্তান । রংপুরে তার বাড়ি। লেখা পড়া জানেনা ।সে সামান্য টাকা বেতন পায়। সে লক্ষাদিক টাকার কথা শুনে লোভে পরে গেছে। সে আবার আরেক কৌশল করে দোকানদার কে বলেছে-
--ভাই এই নাম্বারে ৪১০০০/-টাকা পঠিয়ে দেন।
-- কার কাছে পাঠাবেন
-- আমার ভাইয়ের কাছে।
-- টাকা দেন
--পাঠান দিতেছি, আমার কাছে টাকা আছে।
দোকান্দার তো তাকে অনেক দেকেছে তাই আর কিছু না বলে টাকা টা সেন্ড করেছে।
সেন্ড করার পর যখন দোকান্দার টাকা চাইছে--
-- টাকা টা দেন ।
-- দিতেছি ওই নাম্বারে কথা বলে নেই।
ছেলেটা ফোন দিছে ওই নাম্বারে--
-- টাকা টা পাইছেন।
-- জী স্যার আপনাকে অনেক ধন্যবাদ। একটু পরেই আপনার পাচঁ লক্ষ টাকা পেয়ে যাবেন।
দোকান্দার আবার টাকা চাইছে--
-- ভাই টাকা টা দেন
-- এই তো ভাই এখুনি টাকা টা এসে যাবে।
-- এসে যাবে মানে?
-- না, পাচঁ লক্ষ টাকা আসার কথা ।
-- কোথা থেকে ?
-- যে নাম্বারে ৪১০০০/- টাকা সেন্ড করলাম, ওখান থেকে আপনি আপনার টাকা টা রেখে দিবেন।
দোকান্দার এর আর বুজতে অসুবিধা হলনা যে একটা বিপদ ঘটতে যাচ্ছে।
তার পর ছেলেটি ওই নাম্বারে ফোন দিল, কিন্তু নাম্বার টা বন্ধ,,
তখন তার পাচঁ লক্ষ টাকা পাওয়ার ঘটনা দোকান্দার কে বলল।
তারপর দোকানদার তারে দোকারে বাইন্ধা রাখছে।
এখন তার দেশর বাড়ি থেকে টাকা পাঠাবে তার পর তাকে ছেড়ে দিবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



