মাশরাফি বলেন, আমি দলে নেই ভাল লাগার বিষয় নয় এটা। তারপরও বলব যে কারণে নেই সেই ইনজুরি থেকে ফিরে আসার চেষ্টা করবো। ফিটনেস ফিরে পেলে আবার জাতীয় দলে ফিরে আসার চেষ্টা করবো তবে বিশ্বকাপের কথা বলছি না। আগামীতে যে ম্যাচগুলো খেলবো সেগুলো ফিটনেস ঠিক করেই খেলার চেষ্টা করবো।’ আপনি তো তৈরি ছিলেন। তাহলে কেন নির্বাচকরা সুযোগ দিলেন না? অস্ট্রেলিয়ার মাইক হাসি যদি অপারেশনের পরও অভিজ্ঞতার কারণে সুযোগ পেতে পারে আপনিতো সে হিসেবে অনেকটা এগিয়ে আছেন। মাশরাফি- তৈরি আমি ছিলাম না। তবে শতভাগ আত্মবিশ্বাসী সব সময়। আমরা আত্মবিশ্বাসের লেভেলটা সব সময় ওপরের দিকেই থাকে। আসলে এখন আমার আর কিছু করার নেই। আমি নির্বাচকদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাছি। যারা খেলবে আমি দোয়া করছি তারা যেন ভাল খেলে। আমি আত্মবিশ্বাসী ছিলাম কিন্তু আমার ভাগ্য খারাপ।’ নির্বাচকরা বলছেন আপনার ফিটনেস নেই। আপনার অনুশীলন কিন্তু তা বলছে না। মাশরাফি- দেখুন আমি ২৬ দিন আগে লাঠিতে ভর দিয়ে যখন স্টেডিয়ামে এসেছিলাম তখনও
বলেছিলাম আমি আত্মবিশ্বাসী। এখন আমি হালকা বোলিং করছি। আমার হাতে এখনও ১ মাস সময় আছে। আমি মনে করি আমি এখন যে অবস্থায় আছি তাতে আমার পক্ষে ফিরে আসা অসম্ভব কিছু নয়।’ নির্বাচকদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপনার কি বলার আছে? এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না মাশরাফি। দুই চোখ দিয়ে শুধু অঝোরে পানি পড়ছিল। কিছুই বললেন না দেশসেরা এই পেসার। চোখের পানিতে জবাবটা দিয়ে গেলেন ।
সূত্র: মানবজমিন (চোখের পানি দিয়ে জবাব দিলেন )
আমার মতে ফিটনেসহীন মাশরাফি, আশরাফুলের চেয়ে অনেক বেশী কার্যকর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



