যদি জীবনের মানে কী বুঝতে চান তবে,
সংগ্রহে রাখুন একটি রেইনকোর্ট, অপেক্ষায় থাকুন এমন একরাতের।
রাতের দ্বি-প্রহরে অঝরে বৃষ্টি হচ্ছে, আর দেরী না করে রেইনকোর্ট টা পরে ছুটে চলুন সমানাহীন রাস্তায়, আপনি হেটে চলেছেন একলা আর আপনার রাজ্যের মানুষ গুলো ঘুমের অথই সাগরে ভেসে বেরাচ্ছে, চারিদিকে নিকষ কাল অন্ধকার আর বৃষ্টির রিমঝিম শব্দ, নেই কেউ নেই......, হাটছেন তো হাটছেন একা আপনি একা, ভীষন একা।
ঠিক ঐ সময় একটু ভেবে দেখুন তো, আপনি যে এতোকিছু করছেন(?) কার জন্যে করছেন, কেন করছেন, কে আছে আপনার। এই যে আপনি এতোকষ্ট করে , বুঝে না বুঝে , সৎ ভাবে কখনো বা মনের আজান্তে অসৎভাবে, মিথ্যাচারে টাকা-পয়সা, বিত্ত-বৈভব অর্জন করছেন, কার জন্যে করছেন, কেন করছেন, কেউ কি আছে যে এই মূহুর্তে আপনাকে আসন্ন কোন বিপদ থেকে রক্ষা করতে পারবে?? আবশ্যই না । পারবেন কী বিন্দু পরিমান সাথেকরে নিয়ে যেতে? আবশ্যই না ,
এবার বলুন কেন এত উচ্চাকাংখা, উচ্চাভিলাশ, কিশের মোহে এত ছোটেচলা। একবার ভেবেদেখেছেন কি? এসেছেন একা খালি হাতে, যাবেন ও একা খালি হাতে। শ্রদ্বেয় পাঠক তবে হে আপনি রেখে যাবেন; বেচেঁথাকা কালিন আপনার সকল কর্মফল, কি ভাল কি মন্দ...। যখনই আপনার কর্ম আলোচনায় মন্দের আনাগোনা থাকবে, তখনই আপনার নামের উপর পরবে থিক্কারের থু থু...। আর যদি ভাল কিছু করে থাকেন তবে হয়তো বাহ্বা পাবেন কিছুটা.......।
তবে কেন পৃথীবির মায়াজালে নিজেকে এতো সম্পৃক্ত করেরেখেছেন।
প্রিয় পাঠক আরকি কিছু বলতে হবে.....................।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



