টিএসসি র দেওয়ালে লেখা বণর্মালা রাজপথে আলোর মিছিল হতে দেখেছি। অধিকার অদায়ের দাবিতে রাজপথ রক্তে রাঙ্গাতে দেখেছি। এমন অনেক অনেক চেতনাবোধের বহিঃপ্রকাশ দেখেছি। সময়টা ছিল বাংলায় যখন শিক্ষিতের হার খুব কমছিল। আচ্ছা? অশিক্ষিত মানুষ কি অনেক নিতীবান হয়?
তানাহলে এখন এই দেশে শিক্ষিত লোকের সংখা এতো বেড়ে যাওয়ার পরও, বতর্মানের এই বাংলাদেশে যা হচ্ছে, যা চলছে তা আজথেকে ২০ বছর আগে কি হচ্ছিল, চলছিল?
তখনতো বাঙ্গালি জাতি এখনকার মতো এতো গনতন্রের বুঝত না, অধিকার বুঝত না। সহজ সরল ভাতে মাছে বাংগালী।। তখন ছিল অভাব, দুর্ভীক্ষ, বিদ্যালয়ের অভাব কিংবা বই কিনার টাকার অভাব, সংসারে অভাবের কারনে শিশু কে কাজে পাঠিয়ে দেওয়া। ২২ পরিবারের বাংলাদেশ এখন ২২ হাজার পরিনারের বাংলাদেশ হয়েছে। কিন্তু তাতে হয়েছে টা কি? ৮০ র দশকের শেষ আর ৯০ র দশকের শুরু থেকে. বাংলার শৈর শাসকের অবসান এবং গনশাসনের সূচনা।। আসলে কি তাই? নাকি
বলাচলে শৈর শাসকের অবসান আর ব্্যক্তি শাসনের সূচনা?
ব্্যক্তি শাসনের না হয়ে গনশাসনের সূচনা হলে ২০বছর আগের বাংলাদেশ থেকে ২০বছর পরের বাংলাদেশ অর্থাৎ আজকের বাংলাদেশ হওয়ার কথাছিল আর অনেক অনেক বেশি সভ্্য, সৃজনশীল, সমৃদ্দশীল শান্তির একটা দেশ, কিন্তু হয়েছে কি? সবকিছুরই পতন!! দিন যতই যাচ্ছে মেধাবি মানুষের সংখ্্যা বাড়ছে, কলকারখানা বাড়ছে, কর্মখক্ষেএ বাড়ছে, বাড়ছে খোলা আকাশের নিচে ঘুমানো মানুষের সংখ্্যা কিন্তু তারপরেও এখন মানুষ নাখেয়ে থাকেন। মানুষ না খেয়ে থাকেনা তার মানে কিন্তু দেশ সমৃদ্দশীল বা সম্পদশীল বা ঊন্নত হয়েছে তা নয়। ২২ ধনী পরিবারের বাংলাদেশ মানুষ ছিল সারে সাত কোটি, আর এখন ২২ হাজার ধনী পরিনারের বাংলাদেশ এ জনসংখ্্যা প্রায় ১৬ কোটি বেড়েছে দ্বিগুন সুতরাং মানুষ না খেয়ে থাকার প্রশ্নই আসেনা। নাই গ্্যাস, বিদ্দুৎ, শহুরে জীবনে পানির সংকট, নাই অনকাঠামো উন্নয়নে সঠিক পরিকল্পনা, দিন দিন বাড়ছে নুংড়া রাজনীতির চচর্া, হত্্যা, ঘূম, রাহাজানি, চাদাঁবাজি, টেন্ডারবাজি, ব্্যক্তিজীবনে অসচ্ছতা আর অসাধুতা অথ্্যার্ৎ সকল রকম অধপতন। জাতী শিক্ষিত হওয়ার মানে কি? ব্্যক্তি ও জাতীয় জীবনে দুর্যোগ নেমে আসা? ব্্যক্তি জীবনে অনিশ্চয়তা নেমে আসা? জাতীয় জীবন রাষ্ট্রীয় কায়দাকানুনের তুয়াক্কা না করা? অপরাধি হওয়ার সুযোগ দিয়ে অপরাধী বানিয়ে তারপর বিচার করা?
এমন আরও অনেক কিছু? তাহলে জাতী শিক্ষিত হচ্ছে বলে কি জাতীয় জীবন দিশেহারা হয়ে পরছে? নাকি জাতির শিক্ষার ব্্যবস্হাটাই এমন যে, যিনি শিক্ষিত হবেন তিনি নিজেকে নিয়েই স্বাথর্পরের মত ব্্যস্ত থাকবেন, জাতির শিক্ষা ব্্যবস্হাটাই এমন যে, যারা শিক্ষিত হচ্ছে তারা রাস্ট্রীয় শাসন নিয়ে কথা বলতে পারবেনা, রাস্ট্র কে বা কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে না । নইলে তুলনামুলক অনেক শিক্ষিতের বাংলাদেশ ২০ বছরের আগের নিঃসন্দেহের অশিক্ষিতের বাংলাদেশের থেকে পিছিয়ে কেন??????
ধন্্যবাদ সবাইকে
০১৮১৯৫০৪৩৯৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



