নিজের একটা অভিজ্ঞতার কথা বলি, বেশিদিন আগের কথা না। সিটি কলেজ-ঢাকা কলেজ এর মাইরপিট এর কাহিনী তো সবাই কমবেশি জানে। এর মধ্যে কিন্তু বর্তমান যুগে ২জাতি যুক্ত হইসে, একটা ধানমন্ডি আইডিয়াল আরেকটা রউফ কলেজ... তো গত বছরের শেষের দিকে, কি নিয়ে যেন "গ্যাঞ্জাম" লাগসে। ধানমন্ডি আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী এক পর্যায়ে এসে সিটি কলেজের ভিতর ঢুকে সিটি কলেজের এক স্যারের গায়ে হাত তুলে যায়। স্যারের অপরাধ ছিল, ওরা কলেজের ভিতর প্রবেশ করায় স্যার তাদের আটকাতে চেয়েছিল...
যাইহোক, আমার নিজের আদর্শ মানুষ হচ্ছেন আমার দাদাভাই। সেযুগের অল্প কয়েকটা সরকারি কলেজের মধ্যে অন্যতম শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও আমার পরিবারে সবমিলিয়ে ৬/৭ জন শিক্ষক আছেন, মানে আমি বুঝাতে চাচ্ছি আমার চাচি,ফুপু,চাচা রা প্রায় সবাই শিক্ষক... তাই ছোটবেলা থেকে বাবা একটা কথা শিক্ষা দিসেন, "শিক্ষক কষ্ট পাইলে জীবনে কিছু হবে না আব্বু..."
এবার কাজের কথায় আসি... ভিডিও টা দেখেন ... দেখসেন??
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বইলা একজন শিক্ষক রে কান ধইরা উঠবস
একটা দেশের মেরুদন্ড শিক্ষক রা। তারা কান ধইরা উঠবস করতেসে, দেশের মেরুদন্ড কি সোজা থাকার কথা আর??
ভাই কান্না আসতেসে এই ভিডিও টা দেখার পর। আমি নিজে মানুষ কে খুব বেশি না গুনলেও, আমার দাদাভাই আমার সব। আমার দাদাভাই একজন শিক্ষক ছিলেন বলসি। আমি এই স্যারের জায়গায় আমার দাদাভাই কে কল্পনা করার চেষ্টা করসিলাম... ভাই আমি পারি নাই... একটা দেশ কত নিচে নামতে পারে???
হাজারে হাজারে গোল্ডেন, আমি নিজেও এখন এই লেভেল এর শিক্ষার্থী, একটা গোল্ডেন এর জন্য জান দিয়ে দিচ্ছি, শিখতেসি না আলটিমেটলি কিছুই... বাদ দিলাম এটা, তনু হত্যায় নাকি ভালুক আচর দিসিল.... হাজার হাজার কোটি টাকার আলাপ তো বাদ ই দিলাম... জায়গায় আসি, একটা ছেলে আত্নহত্যা করার ৪দিন পর খবর আসে যে পরীক্ষক এর ভূলে সে ফেল করসিল... পরীক্ষা দিচ্ছে যারা, খাতা অনেক জায়গায় চেক করতসে তাদের চেয়ে ছোটরা... ম্যাথ পরীক্ষা না দিয়ে এক জায়গায় পাশ আসছে... আর কিছু মনে আসতেসে না...
আমাদের জাতির তো কান-ই নাই... কান থাকলে না হয় এই স্যারের কাছে কান ধরে মাফ চাইতাম...
তাও বলি মাফ করে দিয়েন আমাদের পুরো শিক্ষক জাতি
-fajlupedia

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



