ইরানে রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান "দস্ত-ই-কাবীর" এর। অনেকের কাছে যা বৃহৎ লবন মরুভূমি নামে পরিচিত। ৮০০ কিলোমিটার দীর্ঘ ও ৩০০ কিলোমিটার চওড়া এই মরুভূমি লবন মিশ্রিত কাদামাটি দ্বারা গঠিত।
দশ মিলিয়ন বছর পূর্বে মধ্য ইরানে ছোট্ট একটি অঞ্চল ঘিরে লবন সমৃদ্ধ মহাসাগর প্রবাহমান ছিল যা ধীরে ধীরে শুকিয়ে ৬-৭ কিলোমিটার পুরুত্বের লবনের এক স্তর তৈরী হয়। সময়ের সাথে সাথে এই লবন স্তর কাদা মাটি দ্বারা ঢেকে যায় তারপরও কাদা মাটির নীচে লবনের উপস্থিতি বিদ্যমান। লক্ষ লক্ষ বছর ধরে কাদা, লবন এবং শিলা'র একে অপরকে ধাক্কার জন্য লবনের স্তর ভেঙ্গে গম্ভূজের সৃষ্টি হয়। দস্ত-ই-কাবীর এর লবনের গম্ভূজ ভূতাত্ত্বিক ঘটনার এক শ্রেষ্ঠ উদাহরণ। ভূতাত্তিকগণ এখানে প্রায় ৫০টি লবনে গম্ভূজ চিহ্নিত করেছেন।
(ছবি এবং বর্ণনা নেট থেকে সংগৃহিত)
(পূর্বে প্রকাশিত)
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৩ বিকাল ৫:৪১