তুমি কি কখনও খেয়াল করেছ তোমার সাথে দেখা হলে আমি শুধুই তোমার মুখের দিকে তাকিয়ে থাকি???এর কারণ তুমি যদি জিজ্ঞেস করো তাহলে আমি উত্তর দিতে পারবো না...হয়তো এর কোন কারণই নেই...আমি এমনিতেই তাকিয়ে থাকি...এটা আমার জন্য আমার জীবন এর বিনিময়ে করার মতো কাজের সমান।।তুমি কি আমাকে তোমার সাথে কথা বলার সময় কখনও অস্বস্তিতে ভুগতে দেখেছ?? এর কারণ হল ওইসময় তোমাকে আমি মন খুলে ভালোবাসার কথা বলতে চাই...... কিন্তু কেন জানি পারি না...... কেন জানি হঠাৎ হঠাৎ অস্বস্তিতে ভিগি!!! বলতে পারি কেন !!! কারণ আমার আত্না আমাকে বাধা দেয় তোমার প্রতি ভালোবাসার স্মপূর্ণ রূপে প্রকাশ করতে... কারণ প্রিয়জনের কাছে ভালবাসা কখনও প্রকাশ করতে হয় না... এটি এমনিতেই প্রকাশ পাবে......আজ হোক আর কাল হোক..
তুমি আমাকে সবসময় জিজ্ঞেস করো যে মাঝে মাঝে আমি যোগাযোগ বন্ধ রেখে হারিয়ে যাই কেন?? এর কারণটা আজ বলছি......
আমি যখন খুব প্রিয় কারো থেকে অনেক কষ্ট পাই তখনই আমি কষ্টগুলো জমিয়ে রেখে যোগাযোগ বন্ধ রেখে হারিয়ে যাই যাতে কোথাও কষ্টের প্রতিটি বিন্দু আমি ঊপলব্ধি করতে পারি।। কিন্তু এসব ক্ষনিকায়... আমি সবকিছু ভুলে যাই যখন তোমার মুখের মুচকি হাসি দেখতে পাই,যখন তোমার মুখে আদ্র মেশানো কন্ঠে'জান'ডাকটি শুনতে পাই, যখন তোমার দু'চোখে ভালবাসা দেখতে পাই,যখন তোমার হাতটি ধরতে পারি...সব ভুলে যাই তখন...
তবে আজ আরেকবার বলতে চাই......তুমি আমাকে কতটুকু ভালবাস জানি না...তবে আমি তোমাকে ভালবাসি অসীম পথের দৈর্ঘ্য যতটুকু ঠিক ততটুকু আর ভালবেসে যাবো আজীবন...
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




