নিজেকে আজ চিনতে বড় কষ্ট হয়,
সময় এগিয়ে যায়, ক্যালেন্ডারের পাতা বদলায়,
চার দেয়ালের মাঝে বন্দি এই আমাকে সামনে পাই
নিজেকে তখন খুজে পেতে বড়ই কষ্ট হয় ।
যেখানেই যাই, যেদিকেই তাকাই, হাটুর বয়সি ছেলেমেয়ে সব,
চোখে তাদের সপ্নমাখা হাজারো রংঙের খেলা,
মুখে কোলাহল, হাসি আর কলরব
খরস্রোতা নদীর মত তাদের ছুটে চলা।।
তা্দের দেখে চমকাই, পিছু নিয়ে আবার হাপিয়ে যাই
আকাশের সূর্য দিগন্তের কোলে ঢলে পরে যায়, ক্লান্ত হয়ে মোদের পথ দেখায়,
যেন আমাদের সাবধান করে দেয়,
“ওদিক টায় যেও না, ওটা তোমাদের পথ না,
ফিরে যাও তোমরা চার দেয়ালের মাঝে,
এখন তোমরা অতীত, তোমাদের সময় শেষ,
বেচে থাকার লড়াই ছাড়া আর কিছু কি তোমাদের সাজে?”
আবারো চমকাই, ডাক শুনে থমকে দাড়াই,
ভাবি ধুর ছাই, মিছেমিছি ওদিকে কেন যে তাকাই,
এখোনও সম্য় আছে, সুজোগ আছে, রাত হয়নি যে
গো্ধুলির আলোতে আরেকটিবার সেই পথে যাবার চেষ্টা তো করে যাই।
কাল বৈশাখির খেপাটে হাওয়া আবারো মোদের পথ থামায়,
সেই একই কথা আবারো বলে যায়,
"তোমাদের সময় শেষ . . . "
আবারো চার দেয়ালের মাঝে বন্দি আমাকে খুজে পাই
নিজেকে তখন চিনতে বড়ই কষ্ট হয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


