সকাল ৭ টায় ঘুম ভাঙ্গার পরেই মনে হল। মরার এই বিসিএস দিতে যাওয়ার কোন মানে হয়না। বিসিএস এর জন্য বই কিনেছিলাম সর্ব সাকুল্যে মাত্র একটা, ২০ টাকা দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল বিসিএস এডিশন টা। তাও গতকাল রাতে আমার বর আমাকে একটা পেজ বার করে দিয়ে বলেছিল,
‘এই আধ পাতা পড়, ওয়ার্ল্ড কাপ সেকশন, এখান থেকে অবশ্যই একটা না একটা কমন পাবে’। আমিও চোখ বুলিয়ে নিয়েছিলাম। তাও কমন আসেনি
সামনে বসল বান্ধবি কামরুন, ওর বায়ে সামারা। আমিতো ধরেই নিয়েছি এইবার ওদের জালায় মেরে আমি ঠিকি সব আনসার করব। কিছু না পড়ে ভালোই করেছি। এর মাঝে আমার পাশের হলুদ জামা পরা আপুকে জিজ্ঞেস করতেই আপু বলল, গত বার দিয়ে তার হয়নি, এবার ভাল ভাবে পড়েছেন। বাংলা, আন্তর্জাতিক বিশ্ব আর সাধা্রন জ্ঞ্যানে একটু ভালো প্রিপারেশন। অন্য গুলো মোটামুটি।।
এরপর প্রশ্ন পেলাম। সৌভাগ্যবশত আমার আর পাশের আপুর একই সেট পরলো, সেট ২। আমি শুরু করলাম যোগ বিয়োগের কিছু বোরিং অংক দিয়ে। আপুর দিকে তাকিয়ে দেখি, উনি প্রথমেই পাতা উলটে বাংলা ভাগ বের করলেন এবং একটানে বাংলার ২০ টা প্রশ্ন দাগিয়ে ঘর পু্রণ করে ফেললেন। তার দাগানোর স্টাইল আর কনফিডেন্স দেখে আমি বুঝে গেলাম, উনি এমন ভাবে বাংলা পড়েছেন, সব কমন!! এদিক ওদিক তাকালেন না, একটুও ভাবলেন না। এক নিঃশ্বাসে তার বাংলার সেকশন পুরণ করা শেষ। এরপর আমি দুটো অংক করতে করতে দেখলাম, উনি ২০টা সাধারন জ্ঞ্যনের প্রশ্নও দাগিয়ে ফেললেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘আপু প্রশ্ন কেমন হয়েছে? কমন পরেছে?’
খুব ব্যস্ত ভঙ্গিতে আপু উত্তর দিলেন, ‘হা মোটামুটি ভাল’
এরপর আমি নিজের প্রশ্নের দিকে নজর দিলাম। বাংলা আর সাধারন জ্ঞ্যনের অংশ দেখে আমার গলা শুকিয়ে গেল। বাংলা একটাও কমন না। সাধারন জ্ঞ্যনের ২/৩ টা পারলাম। সাথে সাথে মাথায় দুস্টবুদ্ধি উকি দিল!!
এরপর বসে উনার বাকি উত্তর গুলো দেখছি, ইংলিশের যেগুলো পারিনি সেগুলো উনি যদি পেরে থাকেন এই আশায়। মাঝে আবার আটকায় গেলাম। ৫১, ৫২, ৫৩ এর আনসার উনি ভুল দিয়েছেন। ভলান্টারি, আক্সিলারেট ও সুনামির স্পেলিং!! সুনামি স্পেলিং এ ‘টি’ দিয়ে শুরু হয় এমন উত্তর দেওয়া আছে মাত্র একটা, বাকি গুলো ‘এস’ দিয়ে শুরু, সুতরাং কনফিউশনের কোন কারন দেখিনা। এইবার মনে করে ভয় পেলাম, আমাদের সেট আলাদা না তো!! :-& :-& আবার চেক করলাম। না দুজনেরি সেট ২!! বুঝলাম উনি ইংলিশে মনে হয় দুর্বল। সো ইংলিশে আর উনার উত্তর কপি করলাম না। দেখলাম, বাকি যে গুলো আমি পেরেছি, সবই উনি ভুল দাগিয়েছেন। আরেকবার ডাকলাম, ভাবলাম উনি যদি মুছে/কেটে ঠিক করতে পারেন। এম্নিতেই ভুলের জন্য উনার নেগেটিভ মার্ক আসবে, কাটাকাটি হলে আর কি বা হবে। হয়ত উনার জন্য বিসিএস টা আসলেই দরকার!! আমাদের মত আহ্লাদ করে হয়ত দিচ্ছেন নাহ! এবারো উনি পাত্তা দিলেন না। তাকালেন ও না!
অগত্যা আমি উনার কাছে ম্যাথ এর বাকি প্রস্নগুলো, যেগুলো আমি পারিনা, উনার দেখে দাগানোর সাহস পেলাম না! সামনে পেছনে গুতা দিয়ে ২/১ টা শুনে নিলাম! দাগানো শেষে বসে বসে উনার আনসার সিটের দিকে আমার চোখ বারবার যেতে লাগলো। উনি বাকি গুলো কি দাগিয়েছেন তা দেখার জন্য মন প্রাণ আকু পাকু করছিল
(( সরি টু দা আপু, উনার দেখে দাগানোর জন্য ও আপুকে এত ভুল করার জন্যে মনেমনে বকার জন্য।))

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


