হঠাৎ যখন আমি থাকব না আর
লিখব না পৃথিবীর কোন সমাচার
তখন আমার কথা পড়বে কি মনে
আমিও ছিলাম সব তোমাদের সনে?
কত জন ছেড়ে গেল ছিল যারা হেথা
ক্ষণে ক্ষণে মনে পড়ে সে তাদের কথা
তাদের নতুন কথা শুনব না বলে
ডুবে যাই শোক গাঁথা সাগরের জলে।
এখানে সবাই আছি স্বল্প সময়
শোক-সুখে জীবনটা গল্পেরময়
এক দিন সব কিছু হয়ে যায় ইতি
এ সত্য চিরন্তন জীবনের নীতি।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪১