
কিছু সংখ্যক ধর্মহীনগণ কখনই ধর্মের প্রতি ঈমান আনবে না। আপনি যখন বুঝবেন সে ধর্মের কথা বুঝবে না; তখন আপনি তাকে ধর্মের কথা বুঝানো ছেড়ে দিবেন।তাদের বিবেচনায় তারা মানুষ হয়েছে; আপনার বিবেচনায় আপনি মুসলিম হয়েছেন। বেশ সে মানুষ হয়ে তারমত করে জীবন যাপন করুক। আপনি তাকে বিরক্ত করবেন না। আপনিও আপনার মত করে মুসলিম হয়ে জীবন যাপন করুন। আপনি তাকে বিনয়ের সাথে বলুন সে যেন আপনাকে বিরক্ত না করে। কিছু সংখ্যক লোক যে ঈমান আনবে না, আল্লাহ তা’ স্পষ্ট করে বলে দেওয়ার পরেও আপনি কেন তাকে বিরক্ত করছেন। আপনি কোন লোককে দীনের দাওয়াত দেওয়ার পর কেউ যদি বলে আমি এসবে বিশ্বাসী না, তখন আপনি তাকে সরি বলে ফিরে আসুন। তারপর আর আপনি তাকে দীনের কথা বলবেন না।
হাসরের মাঠে ধর্মহীনরা মনে করবে প্রকৃতির নিয়মে তাদের আবার নতুন জন্ম হয়েছে। তারা আল্লাহর কথা বলবে, তিনি গায়ের জোরে তাদের বিচার করছেন। জাহান্নামে ফেলে দেওয়ার পর তারা বলবে তাদেরকে গায়ের জোরে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। জাহান্নামে থেকে তারা মনে করবে প্রকৃতির নিয়মে তারা আর মরছে না; এমনকি তারা আত্মহত্যাও করতে পারছে না। তারা জাহান্নাম থেকে বের হওয়ার পথ খুঁজবে; কিন্তু কোনকালেই তারা জাহান্নাম থেকে বে হওয়ার কোন পথ খুঁজে পাবে না। অতঃপর তারা প্রকৃতির নিয়মে অনন্তকাল জাহান্নামে বেঁচে থাকবে। আমার পোষ্ট পড়ে তারা বলবে এসব রূপকথা। আমি তখন বলব, ঠিক আছে তুমি তোমার বিশ্বাস নিয়ে থাক এবং আমাকে আমার বিশ্বাস নিয়ে থাকতে দাও।
পরকাল পরে হবে ইহকালে সব মানুষ মিলে-মিশে থাকা দরকার। কেউ কারো বিশ্বাস/অবিশ্বাস জোর করে কারো ঘাড়ে চাপিয়ে দেওয়ার দরকার নেই। তথাপি ধর্মহীনদের মন পোড়ায় ধার্মীকেরা অহেতুক কাজে সময় নষ্ট করে বলে। অতঃপর ধার্মীকেরা ধর্মের কাজে কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় করে, যা দিয়ে বহু অভুক্ত মানুষের খাবারের ব্যবস্থা করা যেত। সেজন্য ধর্মহীনরা ধার্মীকদেরকে ধর্মহীনতার কথা বুঝাতে আসে। আবার ধার্মীকেরা বলে, আহারে ধর্মহীনরা নিজের পায়ে হেঁটে জাহান্নামে চলে যাচ্ছে। সেজন্য ধার্মীকেরা ধর্মহীনদেরকে ধর্মের কথা বুঝাতে আসে। আমি বলি যথেষ্ট হয়েছে এবার থামেন। যাকে তার পথে থাকতে দিন। আপনি আপনার পথে চলুন। আর বসবাস করুন মিলে-মিশে।
পৃথিবী সব ধর্মের লোকদের এবং ধর্মহীনদের। আমাদের সবাইকে মিলে-মিশে পৃথিবী বাসযোগ্য রাখতে হবে এবং আমাদের সন্তানদের জন্য পৃথিবী বাসযোগ্য করে রেখে যেতে হবে। যুদ্ধ নয় শান্তি এ হোক আমাদের সবার একান্ত ইচ্ছা। মরার পর সবাই মাটির সাথে মিশে গেলে ধার্মীকের কোন আফসুস নেই। আর পরকাল সত্য হলে ধর্মহীনরা তাদের অবিশ্বাসের ফল ভোগ করবে, তা’ নিয়ে ধার্মীকের মাথা ঘামানোর কোন দরকার নেই।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



