
হেদায়াত আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। কারণ এর বিনিময় জান্নাত। আল্লাহর যাকে ইচ্ছা হয় তিনি তাকে হেদায়াত দান করেন। মহাকষ্টে থাকা ব্যক্তি এটা পায়, তথাপি যদি সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। মহা সুখে থাকা ব্যক্তি এটা পায়, যদি সে আল্লাহর নেয়ামতের শোকর করে। সুখে থেকে শোকর না করলে হেদায়াত হারায় এবং কষ্টে থেকে আল্লাহর প্রতি ক্ষুব্ধ হলেও হেদায়াত হারায়। কারণ সে এটা মনে করতে পারতো যে তার কষ্ট এর চেয়ে বেশী হতে পারতো।
অমুসলিম ঘরে জন্মেও হেদায়াত পেতে পারে যদি কেউ এর অনুন্ধানী হয়। মুসলিম ঘরে জন্মেও কেউ হেদায়াত নাও পেতে পারে যদি কেউ হেদায়াত বিষয়ে নির্বিকার থাকে। পাপের কারণেও অনেকের হেদায়াত হাত ছাড়া হয়। কেউ যদি অহেতুক মানুষকে কষ্ট দেয় তাহলে আল্লাহ তাকে হেদায়াত থেকে অন্য দিকে ঘুরিয়ে দিতে পারেন। কেউ মানুষের অনেক দোয়া পেলে আল্লাহ তাকে হেদায়াতের দিকে ঘুরিয়ে দিতে পারেন। এভাবে যে হেদায়াত পায় তার হেদায়াত পাওয়ার ক্ষেত্রে কোন না কোন কারণ থাকে। আর যে হেদায়াত পায় না তার হেদায়াত না পাওয়ার পিছনেও কোন না কোন কারণ থাকে।
কেউ যদি বলে তার বাপ-দাদা হেদায়াতে না থাকলেও সে তাদের পথেই থাকবে তাহলে আল্লাহ তাকে হেদায়াত দিবেন না। যেমন বাবা ঘুষ খোর ছিলেন, পুত্র যদি বলে আমিও বাবার মত ঘুষ খাব। তবে পুত্র বাবার মতই ঘুষখোর হবে। আল্লাহ তাকে সংশোধন করে হেদায়াত দিবেন না। তবে তার বাবা কৃপন হলেও সে যদি দানশীল হয় তাহলে হয়ত আল্লাহ তাকে হেদায়াত দিতে পারেন। যাতে সে তাওবা করবে এবং আর ঘুষ খাবে না।
অনেকে হেদায়াতের বিপরীত দিকে থাকার জন্য অনেক কষ্ট করে। হেদায়াত না পাওয়া তাদের ন্যাসঙ্গত অধিকার। সুতরাং আল্লাহ এমন লোকদেরকে হেদায়াত দিবেন না। আর কেউ যদি হেদায়াতে থাকার জন্য অনেক কষ্ট করে তাহলে আল্লাহ তাকে হেদায়াতের পথ ছেড়ে যেতে দিবেন না। এক্ষেত্রে কেউ তার প্রাণ সংহার করেও তার থেকে তার হেদায়্ত কেড়ে নিতে পারবে না।
হেদায়াত যাদের প্রাপ্য নয় তাদেরকে হেদায়াতের কথা হাজার রকমে বুঝালেও তারা সেটা বুঝবে না। আর হেদায়াত যাদের প্রাপ্য তাদেরকে হেদায়াতের কথা একটু বুঝালেই তারা সেটা বুঝে যায়। কে হেদায়াত বুঝবে অথবা বুঝবে না সেটা কারো গায়ে লেখা নেই সেজন্য মুমিনরা সবাইকে হেদায়াতের কথা বুঝায়। তাতে যারা এটা বুঝার তারা এটা সহজেই বুঝে যায়। আর যারা এটা বুঝার নয় তারা এ বিষয়ে অহেতুক কথা বলে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করে। যদিও তাতে হেদায়াতের প্রাপকদের কোন সমস্যা হয় না।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



