নিরপেক্ষ জরিফে সরকারের প্রতি জনগণের সমর্থন প্রতিফলিত হয়েছে। তাহলে তো নিরপেক্ষ ভোটেও তাদের জয়ী হওয়ার কথা। ব্লাগার শাহ আজিজও সে কথাই বলে আসছেন। তাতে দেশের লাভ একটি শক্তিশালী বিরোধী দল পাওয়া। তাহলে সরকার নিরপেক্ষ ভোটে অমত করছে কেন? সব আসনে তাদের এমপি থাকতে হবে, এটাই কি তবে এখন সমস্যা? এত লোভ করা তো ঠিক নয়।
ফখরুল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হওয়াতে সরকারের সমস্যা কি? সরকার যদি বলে তোদেরকে বিরোধী দলও হতে দেব না, সেটা তো সমস্যা। বাড়াবাড়িরও তো একটা সীমা থাকা দরকার। এদিকে যারা বহুকাল ভোট দিতে পারছে না তারা অধৈর্য হয়ে পড়েছে। তাদের বিষয়টা সরকারের বিবেচনায় নেওয়া দরকার। সরকার এবার তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেক।
ইতিহাসে শেখ হাসিনার নাম যদি লেখা থাকে তাহলে সেখানে এটাও লেখা থাকবে তাঁর সময়ে অনেকের ভোট প্রদান করতে না পারার অভিযোগ ছিলো। যা তাঁর নামের উজ্জ্বল্যকে কিছুটা হলেও ম্লান করবে। তথাপি তিনি যদি এবার জনগণকে ভোট প্রদানের সুযোগ করে দেন তাহলে ইতিহাসে লেখা থাকবে অবশেষে তিনি গণতন্ত্রকে শক্তিশালী করেছেন।
ক্ষমতায় থাকা ছাড়াও মানুষ সুন্দর জীবন যাপন করতে পারে। নামের জন্য যদি ক্ষমতার দরকার হয় তবে তো বদনাম থেকে দূরে থাকা জরুরী। শেখহাসিনা যদি তাঁর সুনাম বৃদ্ধি চান তাহলে এবার তিনি একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে পারেন।
দল টিকিয়ে রাখার জন্য বিএনপি নিয়ম রক্ষার আন্দোলন করছে। তবে মনে মনে আশা করছে নিরপেক্ষ ভোট হলে যদি বুঝিয়ে-সুজিয়ে জনগণকে পক্ষে টানা যায়। জয়ের সম্ভাবনায় জোর না থাকায় বিএনপির আন্দোলনে জোর নাই। বিএনপির এখন কৌশল হলো সরকারের দোষ বাড়ানো। তারা নিরপেক্ষ নির্বাচনের দাবী তুলছে। তারপর তারা নির্বাচন বর্জন করবে। বিনাভোটে নির্বিাচিত এমপি দ্বারা সরকার গঠিত হবে। তখন একটা হাস্যকর সরকার হবে। বিদেশীরা সরকারকে স্বীকৃতি দিবে না। এভাবে সরকার একটা জ্বালাতনের মধ্যে থাকবে। বিরোধী দল হিসাবে ভবিষ্যতের সম্ভাবনা হিসাবে বিএনপি কোন রকমে তাদের দলটাকে অক্সিজেন দিয়ে রাখছে। যেন দলটা কোনভাবে মৃত্যু বরণ না করে।
এমনিতেই যদি জয়ের সম্ভাবনা কম থাকে। তারপর যদি সে নির্বাচন সরকারের অধীনে হয় তবে সে নির্বাচনে বিএনপি কেমন করে অংশগ্রহণ করে। সুতরাং নিরপেক্ষ নির্বাচন না হলে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা ঠিক আছে। আর নিরপেক্ষ নির্বাচনের আয়োজন সরকারের না করা ঠিক কাজ নয়। এখন বিষয়টা ঠিক-বেঠিকের সমীরণে দাঁড়িয়ে থাকে। এখন দেখার বিষয় শেষতক সরকার ঠিক কাজ করে না বেঠিক কাজ করে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৮