
বৃষ্টিস্নাত রাস্তাটা শুয়ে ছিলো একাকী
নিশ্চুপ! কানে হেঁটে রাস্তা পার হচ্ছিল
কত গুলো কই মাছ।একে একে তাদের
যাত্রা থেমেগেলো আমার ব্যাগের ভিতর।
গরম তেলে কই মাছ লাফাতে লাফাতে
হয়ে পড়ে নিস্তেজ। গরম ভাতে তাদের
গলধকরণে বিঘ্ন ঘটায় এক নিরামিষ
ভোজী মেয়ে, সে বলে এ জঘণ্য আচার।
জীবন্ত মাছ কেটেকুটে জীবন্ত তেলে ভাজা
পৈশাচিক কান্ড, মেয়েটি বিড় বিড় করে
লোভকে ধিককার দেয়। তাকে বলি খেয়ে
দেখ কি সুস্বাদু, ছেড়ে দিয়ে নীতি কথা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


