
ভারতের বন্ধু আওয়ামী লীগ সরকার জামায়াতের নেতাদেরকে ফাঁসি দিয়ে মেরেছে।আর আওয়ামী লীগ দ্বারা বিএনপি মহাক্ষতির স্বীকার হয়েছে এবং হচ্ছে। দল দু’টি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন রত অবস্থায় রয়েছে। এমতাবস্থায় আয়ামী লীগের পরম বন্ধু ভারত খেলায় হারলে তাদের মহানন্দের কথা। সেইটাই যদি তারা হয় তাহলে সেটা তাদের দোষের কি কাজ হলো? আমি খোঁজ নিয়ে দেখেছি কোন আওয়ামী লীগ সাপোর্টার সেদিন ভারতের বিরোধীতা করে নাই। তাহলে ভারত এ কারণে আওয়ামী লীগ শাসিত বাংলাদেশের উপর গোস্বা করে কেন?
লোকের সাপোর্ট পাওয়া যায় কাজের ভিত্তিতে। ভারত যদি সরকার এবং বিএনপি জামায়াতের সাথে সমঝোতা করিয়ে বাংলাদেশে একটা সব দলের অংশগ্রহণ মূলক নির্বাচন করিয়ে দিতে পারে তাহলে আশা করা যায় ভবিষ্যতে বাংলাদেশে ভারতের সাপোর্টার বাড়বে।
বাংলাদেশে ভারতের সাপোর্টার কমার মত কাজ যদি ভারত করে তাহলে এখানে তারা বেশী লোকের সাপোর্ট পাবে কেমন করে? একাত্তরে ভারত যা করেছে তার জন্য আওয়ামী লীগ কৃতজ্ঞ। কারণ তাদের নেতৃত্বে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। স্বাধীণতার বহুকাল পর যারা আওয়ামী লীগ নয় তাদের অনেকে ভারতের প্রতি খুশী থাকতে পারছে না। কারণ আওয়ামী লীগের সাথে ভারতের বন্ধুত্বের কারণে তাদের সার্থ নষ্ট হচ্ছে। আর কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্থ্য হলে সে তার সাপোর্টার হয় কেমন করে?
একদা ভারত দ্বারা বাংলাদেশ উপকৃত হয়েছে তারচেয়ে যদি ভারতের বন্ধু আওয়ামী লীগ দ্বারা কোন দল বেশী ক্ষতিগ্রস্থ্য হয় তাহলে তারা ভারতের সাপোর্টার থাকতে পারে না। আর যারা ভারতে চিকিৎসা নিতে যায় তারা কি ভারত বিরোধীতা করেছে? এখন যারা ভারতে চিকিৎসা নিতে যায় নাই তারা ভারতের বন্ধু আওয়ামী লীগের কারণে ভারতের সপোর্ট না করলে তাদেরকে কি বলা যাবে?
একদা উপকার করেছে এখন ক্ষতি করছে ঘটনা এমন হলে লোকে লাভ-ক্ষতির হিসাব তো করবেই। সে ক্ষেত্রে ক্ষতি বেশী হলে তো লোকে সাপোর্ট প্রত্যাহার করবেই। ভারত যদি বাংলাদেশের সব মানুষের সাপোর্ট চায় তাহলে তারা এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করুক। তলে তলে যদি তারা আওয়ামী লীগের সাথে থাকে তবে উপরে উপরে আওয়ামী লীগই তাদের সাথে থাকবে। যেহেতু কোন আওয়ামী লীগ ভারতের বিরোধীতা করে নাই, সেহেতু এ ক্ষেত্রে অখুশী হওয়ার কিছুই নাই।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



