
পঁচাত্তরে বিএনপি আচানক ক্ষমতা পেয়েছিলো। তারপর এরশাদ আচানক তাদের থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিলো। তারপর দু’বার তারা তত্ত্বাবধায়কের অধীনে ক্ষমতা পেয়েছিলো। দলীয় সরকারের অধীনে এখন অবদি তারা ক্ষমতা পায় নাই।সেজন্য দলীয় সরকারের অধীনে নির্বাচনে না আসায় তাদেরকে দোষারোপ করা যায় না।
আওয়ামী লীগের সাথে সমঝোতা করলে হয়ত বিএনপি বিরোধী দল হতে পারতো। কিন্তু বিরোধী দলে থাকলে তাদের পোষায় না। বিরোধী দল হলে তারা কাটা কইমাছের মত ছটফট ছটফট করতে থাকে। সেজন্য বিরোধী দল হতে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না। তারা মনে করে তত্ত্বাবধায়ক পেলে তারা আবার ক্ষমতা পেতে পারে। কিন্তু আওয়ামী লীগ কিছুতেই তত্ত্বাবধায়ক দিচ্ছে না। সুতরাং আচানক ক্ষমতা পাওয়া ছাড়া আমি তাদের ক্ষমতা পাওয়ার আর কোন পথ দেখছি না।
বিএনপি বিরোধী দল হতে চাচ্ছে না বিধায় সেই সুযোগ গ্রহণ করে জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে। বিএনপি যেমন নির্বাচন চাচ্ছে তেমন নির্বাচনে বিএনপি ক্ষমতা পেলে আওয়ামী লীগ বিরোধী দল হবে। সুতরাং তাতে জাতীয় পার্টির লাভ নাই। আচানক ক্ষমতা পেয়ে যদি বিএনপি আবার আওয়ামী লীগের মত নির্বাচন করে এবং তাতে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করা থেকে বিরত থাকে তখন আবার জাতীয় পার্ঠি বিএনপির সাথে নির্বাচনে যাবে বিরোধী দল হতে।
এবারের নির্বাচন ডামী নির্বাচন আখ্যা পেয়েছে। ছোট জামাই বলছে, জয় বাংলা, জিতবে এবার নৌকা। মেঝ জামাই বলছে, ভোট কোন্দ্রে না গিয়ে পরিবারকে সময় দিন।বড় জামাই কিছুই বলছে না। ছোট শালাকে দেখলাম নৌকার উঠান বইঠকের মধ্যমনি।ভাগ্নেকে দেখলাম, নৌকার জনসংযোগে। আমি আছি ঝালকাঠি-২ এর এলাকায়, ভোট হলো লক্ষ্মীপুর-২ এলাকায়। সুতরাং আমাকে ভোট দিতে হচ্ছে না। তবে আমাদের ভোট নৌকায় পড়ার সমূহ সম্ভাবনা। আমার মা-বাবা তো এখন ইহ জগতে নাই। তথাপি যদি তাঁরা ভোট দেন তবে অবাক হব না। সব সম্ভবের দেশ বাংলাদেশে সব কিছুই সম্ভব।
সুমন সাহেব ও মাহিয়া মাহী এমপি হলে ভালো লাগবে। তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী আছেন। তিনিও যদি এমপি হন তবে ভালো লাগে। বিবিধ কারণে এ নির্বাচনে আমার কিছুটা হলেও আগ্রহ আছে। দেখা যাক শেষমেস কি হয়? তবে যাই হোক, আমি চাই ভালো কিছু হোক।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




