
এক পুলিশ সদস্য আমার অফিসে এসেছিলেন। আমি বললাম, আপনারা কাজ করছেন না কেন? তিনি বললেন, আমাদের কাজে মন নাই। তিনি বললেন, একপক্ষ আমাদের মহামনিব এবং অন্যপক্ষ আমাদের মহাশত্রু। মহামনিবের হুকুম পালন করতে গেলেই অন্য পক্ষ আমাদের মহাশত্রু হয়ে যায়। আমি বললাম যেই মহামনিবের কারণে অন্য পক্ষ আপনাদের মহাশত্রু হলো সেই মহামনিবকে তাহলে এখন ভালো করে পালিশ করতে হয়! তিনি আমার কথায় সায় দিয়ে বললেন, এদিকে মনিব না হতেই বিএনপি তাঁদের উপর হুকুম ঝাড়া শুরু করেছে। তিনি বলেন, এসব রাজনৈতিক দলের কারণে জনগণ তাঁদেরকে ঘৃণা করে।সেজন্যই তাঁদের মন ভালো নেই।
চাকুরীর ক্ষেত্রে আমি বিএনপির সময়ের চেয়ে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। বিএনপি ক্ষমতায় না আসতেই আমাকে ভয় দেখানোর কারণে আমি ছাত্র দল নেতাকে জামাই বানিয়ে বসে আছি।আমি এ মজিদের শ্বশুর, এটা বললে বিএনপির লোকেরা বেশ মান ইজ্জত করে। মেঝ ভাইর জামাই ছিলো ছাত্র লীগ। সব পুলিশের কি আওয়ামী লীগ-বিএনপিকে আত্মিয় বানানো সম্ভব? বিএনপি তাদের সাথে কি করে না করে সেই ভয়েই পুলিশ লীগ ইন্তিজার। এক লোককে তাবৎ অকাজের কথা বললে, সে মানা নেড়ে সায় দেয় সে সেই সব অকাজ করেছে। যখন তাকে রাজনীতির কথা জিজ্ঞাস করা হয় তখন সে উত্তেজিত হয়ে বলে এমন খারাপ সে এখনো হয় নাই।
রাজনীতির লোকেরা কেউ হানাদার, কেউ রাজাকার, কেউ স্বৈরাচার। আর সব শেষ তাদের সবাই লুটেরা। কিন্তু জামায়াত শিবির লুটেরা নয়। অনেকে সেটা মনে করে। সেজন্য রাজাকার হওয়ার পরেও অনেকে তাদেরকে সমর্থন করে। ক্ষমতা পেলে তারা কি লুটেরা হবে? সেটা আল্লাহই ভালো জানেন। আমেরিকার বন্ধু ড. ইউনুসকে ভালো বলে জামায়াত বুঝাতে চায় তারা তাদের সাথে আছে। ভারতের সাথে বন্ধুত্বের কথা বলে জামায়াত ভারতের আনুকল্য কামনা করে। ছাত্র-জনতার আন্দোলনের কৃতীত্ব নিজেদের বলে জামায়াত জনগণের সহানুভূতি আশা করে। শেষতক কি হয় সেটা ভোটের সময় দেখা যাবে। এদিকে নতুন সরকার গণভোটের মাধ্যমে তাদের মেয়াদ নিয়ে নিবে বলে মনে হয়।
পুলিশ পুলিশ কমিশনের অধীনে কাজ করতে চায়। চাকুরী করে সবাই শান্তি ও সম্মান চায়। পুলিশও যদি সেটা চায় তবে তাতে দোষের কি আছে? কিন্তু পুলিশকে ক্ষমতাসীনদের লাঠিয়াল হতে হয়, এটা বড়ই ঝামেলার। বিএনপি ক্ষমতায় আসলে জনগণ ভালো কিছু পাবে কি? তেমন আশা কেউ করতে পারছে না। ভালো না হওয়ার কারণেই একদা জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। সেই বিএনপির প্রতি মানুষের সন্দেহ থাকা স্বাভাবিক।আর হানাদারের দোষর জামায়াতকে জনগণ বিশ্বাস করে কেমন করে? এদেশের জনগণের সব দিকেই অন্ধকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


