
দেশের অবস্থা দেখি সাকুল্যে ভাল না
কুটিল পক্ষ যুদ্ধের পায়তারা করে
অথচ এতে অনেক জনগণ মরে
শান্তিপ্রিয় মানুষেরা সর্বস্ব হারায়।
যুদ্ধের ইচ্ছা একটি ঘৃণ্য উম্মাদনা
যে যারে যখন ইচ্ছা নিয়ে যায় ধরে
কষ্টের সময় কাটে বিপদের ডরে
যত্তসব অসভ্যের লোভ লালসায়।
যুদ্ধ নয় শান্তি চাই আমরা সবাই
আলোচনা করে কর সমাধান সব
সকলের মনে চল প্রশান্তি ছড়াই
মিলেমিশে সকলেই যতটা সম্ভব।
উত্তেজনা বাড়লেই ছড়ায় দূর্গতি
সুখপেতে প্রয়োজন সবার সুমতি।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



