যে টুকু সময় থাকি তোমার মায়ায়
সুরম্য পৃথিবী লাগে অনেক সুন্দর।
নির্বাক থাকিয়ে থাকি প্রশান্ত অন্তর
কল্পণার রাজ্য জুড়ে ফুল ঝরে পড়ে।
তৃষার এমন তৃষ্ণা আত্মায় ছড়ায়
হাজার বছর ধরে তার কন্ঠস্বর
শুনতে দারুন ইচ্ছা।রোদেলা দুপুর
সেই মুখ খানি যেন খুব মনে পড়ে।
রিদ্ধি সিদ্ধি লাভের অস্ত্র এক খুব
কবিতারা তার থেকে অমলিন আসে
নিরিবিলি থেকে আমি করি অনুভব
মহিনী সুঘ্রাণ তার চিত্তের বাতাসে।
কত তার বলি কথা অফুরান লাগে
সেসকল ফুটে থাকে শত অনুরাগে।
# একজন বলেছে কবিতাটি ভয়ংকর সুন্দর!