
আমার কবিতা তুমি জনারণ্যে দেখি
আলাদা তোমার মুখ স্নিগ্ধতায় ভরা
মায়াময় চিত্তাকর্ষ স্বর্গের অপ্সরা
তোমাকেই মনে হয় ধরনীর তলে।
হৃদয়ের ভোজপত্রে জাফরানে লেখি
তোমার কীর্তির কথা। তাতে আত্মহারা
হয়ে পড়ি মাঝে মাঝে। যাতে পরম্পরা
সুখগুলো চুপি চুপি কত কথা বলে।
আমি কি দেখেছি কোন সে তার মতন
নিজেরে হারিয়ে ফেলা মুগ্ধতার মতি
তেপান্তর রাজ্যে কোন দূর্লভ রতন?
কে হবে এ সুকন্যার জীবনের পতি?
তারমাল্য কার ভাগ্যে লিখেছেন বিধি
আনমনে সেকথাই ভাবি নিরবধি।
# একজন বলেছে- আপনি বরাবরই ভয়ংকর সুন্দর লেখেন
স্নিগ্ধ নীলাম্বরীর মতো চমৎকার লেখনী আপনার।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



