
এখন অনেক রাত
তুমি পূর্ণিমার চাঁদ দেখ হারিকেন জ্বালিয়ে
তাতে মাটি স্পষ্ট দেখা যায়
তোমার ভাবনা গুলো এলোমেলো না গোছানো বুঝার উপায় নাই।
একাকী নির্জন পরিবেশ
স্বামী প্রবাশে থাকলে এভাবেই জোছনা দেখতে হয়
হয়ত অনেক কষ্ট হয় তাতে
তথাপি কিছুই করার থাকে না।
একা একা জীবন কাটে নিদারুন
ঝামেলা বিহীন তবে সঙ্গ সুখ উধাও
একদিক সুবিধা তো অসুবিধা অন্য দিকে
এভাবেই জীবন চলে একদা থেমে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

