
জ্ঞান হারাবার ভয়ে তোমার দিকে তাকিয়ে থাকি না।
আঢ় চোখে দেখে চোখ ফিরাই
কয়েক বার দেখে পালিয়ে থাকি দূরে
মূর্ছিত হওয়ার বিঢ়ম্বনা থেকে এভাবেই আত্মরক্ষা করি।
মুখ ফসকে একটা কথা বের হয়ে গিয়ে ছিল বলে
তুমি কি মনে করেছ ভেবে মাথা হেঁট হয়েছে
আবার ভাবি এটা সাহসিক স্বীকৃতি
অথবা বিধাতার সৃষ্টির সুনাম ধরে নিতে পারি।
এক দিন তোমায় দেখে কথা বলতে পারিনি
ভাবনার জগৎ হাতড়ে যোগ্য কথা পাইন বলে
পরে খুব আফসুস হয়েছে, অবশেষে শান্তি পাই
হৃদয় বায়স্কোপে একটার পর একটা তোমার ছবি দেখে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



