
সরল মন, হিংসাবিহীন, সকালের রোদ, দুপুরের ছায়া
বিকালের নদীতির, সন্ধারাতের তারা, জোনাকির আলো
রাতের ঘুম, ভোরের জেগে উঠা, হালকা মেঘ
এক ফসলা বৃষ্টি, শিউল ঝরা ঘাসের শিশির তুমি।
তোমার হাত ধরে হাটার অর্থ- দীগন্তে অবারিত যাত্রা
পথে পথে কাশফুল, অবিরাম বয়ে চলা ঝর্ণা ধারা
শিশুদের হুল্লোড়, বৃদ্ধের নির্মল হাসি
রাস্তায় ঝরা কাঁঠাল চাঁপা এবং আবারিত শান্তির উৎসব।
তোমার সাথে বসে থাকা সময় অন্তহীন প্রাপ্তি
সার্থক জীবনের পায়রাদের ঝাঁক বেধে উড়া
এখানে সারাটি বছর শুধুই বসন্ত ঋতু
যাতে জমে থাকে সুখ, যা শেষ হয় না কোনক্রমে।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



