
আকাশে উড়েই তারা ক্রমাগত চলে
আরোহী চালক যাত্রা ঠিকানা বিহীন
লক্ষ্য অলক্ষ্যে হারায় এমনি স্বাধীন
তারা সব গুণধর ধরার উপর।
অপরে তাড়িয়ে তারা কত কথা বলে
সর্বত্র ছড়িয়ে দেয় কামনা রঙ্গীন
ক্রমাগত বেজে চলে ভাবনার বীন
বাস্তব এখনো শূন্য ফানুস বহর।
এখানে বাঘের মত বিড়ালের দল
দেখায় যেমন হোক মিউ মিউ ডাক
অকাজের কাজী দেখি তাদের সকল।
মুর্তি ও ছবির প্রতি আক্রশের হাঁক
দিয়ে তারা কলকলে করে কলরব
তাতেই কতেক সুখ করে অনুভব।
# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
# অন্তমিল: কখখগ কখখগ ঘঙঘঙ চচ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


