তোমার দিকে তাকালেই আমি পাগল হয়ে যাই
সেজন্য সুস্থ্য থাকতে আমি তোমার দিকে তাকানো থেকে বিরত থাকি
লোভ সামলাতে না পেরে উঁকি-ঝুঁকি মেরে তোমায় দেখি
তারপর দৃষ্টিকে টেনে-হেঁচড়ে তোমার থেকে ফিরিয়ে আনি।
একবার দেখার পর কয়েক প্রহর কাটে তোমার রূপ রোমন্থনে
মসৃন আলো ঝরা রূপ যাতে রাতে জোছনা ঢেউ খেলে
দিনের আলো যেন নিরিবিলি তোমাতেই ঘুমিয়ে পড়ে
আমিও শিশুর মত তোমার কোলে লুটিয়ে পড়তে চাই জ্ঞান হারাবার জন্য।
তোমায় দেখলে কথাগুলো হারিয়ে যায় কোন অজানায় কে জানে?
তুমি চলে গেলে মনে হয় ইস দু’টি কথা যদি বলতে পারতাম!
তথাপি আনন্দ তোমায় ঘিরে দোলে অন্তহীন
বলে তুমি আছ বলে পৃথিবীটা খুববেশী সুন্দর লাগে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২৫ রাত ১১:০৮