
আল্লাহর কথা বলেছেন হযরত মোহাম্মদ (সা.)। তাঁর কথা বিশ্বাস করে প্রায় দুইশত কোটি মানুষ। এর তিনগুন মানুষ তাঁর কথা অবিশ্বাস করে। আল্লাহর বিষয় হলো তিনি সবচেয়ে বড়। এটা যৌক্তিক। কারণ যা আছে এর মধ্যে বড়-ছোট আছে। এখন সবচেয়ে বড় আল্লাহ না হলে সবচেয়ে বড় কে? মোহাম্মদের (সা.) কথা যারা অস্বীকার করে তারা সেটা বলুক। সবচেয়ে বড় যে সব নাম বলা হবে তাদের সবার গুনাগুন এক হলে বুঝতে হবে এক জনই বিভিন্ন নামে বিদ্যমাণ। সব চেয়ে বড় হিসাবে যাদের নাম প্রস্তাব করা হবে তাদের গুনাগুনে ভিন্নতা থাকলে বুঝতে হবে যিনি সবচেয়ে বড় তাঁর গুন আসলে কোনগুলো হওয়া সঠিক? এ ক্ষেত্রে আমার হযরত মোহাম্মদের (সা.) কথা সঠিক হওয়ার ক্ষেত্রে সুদৃঢ় বিশ্বাস আছে।
হযরত মোহাম্মদের (সা.) কথা বিশ্বাস করে সে অনুযায়ী কাজ করলে পরকালের অনন্ত জীবনে জান্নাতে কোন কাজ করা ছাড়াই শান্তিতে জীবন যাপন করা যাবে। হযরত মোহাম্মদের (সা.) কথা অবিশ্বাস করলে পরকালের অনন্ত জীবনে আরাফে কাজ করে খেতে হবে- এটা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। এদেরকে অনন্তকাল আল্লাহর ইবাদত করতে হবে। এরা ইবাদত না করলে এরা জাহান্নামের কয়েদী হবে। জাহান্নামের কয়েদী ইবাদত স্বীকার করলেই আরাফে ইবাদত ও কাজের বিনিময়ে শান্তিতে জীবন যাপন করতে পারবে।
যারা মুসলিম তাদের প্রতি আমার কথা হলো আমার কথার স্বপক্ষে আমার নিকট যথাযথ কোরআনিক প্রমাণ আছে। যারা অমুসলিম তাদের প্রতি আমার কথা হলো মোহাম্মদের (সা.) কথা অবিশ্বাসের কারণে আপনাদের ক্ষতি হওয়ার বিষয়ে আমার সুদৃঢ় বিশ্বাস আছে। আমি আপনাদের উপকার করতে চাই বিধায় এ বিষয় আমি অবগত করছি। অবিশ্বাসীগণের কথায় লজিক থাকলে আমি সেসব শুনতে চাই। কারণ ভুলের কারণে আমি ক্ষতির মধ্যে পড়তে চাই না।
সোনা ভাই ও রানু লজিক ছাড়া অনেক কথা বলে। তাঁদেরকে বলতে চাই আপনাদের লজিক বিহীন কথা মানার ক্ষেত্রে আসলে কারো গরজ নাই। ইসলামে কোন ক্ষেত্রে লজিক হারায় না বলে আমি এর সাথে আছি। আমাকে এখান থেকে সরাতে হলে যথাযথ লজিক লাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


