IUBর রোড শোতেই রেজিস্ট্রেশন করলেন 150র বেশী ইউসার। কনসর্াট দেখতে আসা 200জন ছাত্রের মধ্যে প্রথমে যারা রেজিস্টার করলেন তাদের মধ্যে 100 জন পেলেন আওয়াজের পক্ষ থেকে একটা করে ফ্রী টি-শার্ট । কনসার্টের মাঝেই শুরু হল আওয়াজের লাইভ অকশন। রিভার্স অকশন সিস্টেমে শুরু হল `লিস্ট ` এবং একই সাথে ইউনিক বিডের খোজ। রেজিস্টার্ড ইউসাররা শুরু করলেন এস এম এস দিয়ে বিডিং।পুরস্কার স্বরুপ ছিল 4 জন বিজয়ী বিডারের জন্য পিজা হাটে তাদের এক প্রিয়জনের সাথে ডিনার এবং 1000 টাকার মোবাইল মিনিটস। কনসর্াট শেষে বিজয়ী বিডারদেরকে বুঝিয়ে দেয়া হল তাদের পুরস্কার। বিজয়ী বিডাররা হলেন শাওন, লিটু, বিনি এবং রাজীব।
আওয়াজ এর সার্ভিস আপাতত খালি গ্রামীন ফোনের গ্রাহকরা পেতে পারবেন। এক মাসের মধ্যেই বাকি নেটওয়ার্করাও আাওয়াজ সাপের্াট করতে পারবে।
আওয়াজ ব্যবহার করতে হলে আপনার গ্রামীন ফোনে এই মেসেজটি লিখুন
reg (space) your username (space) your gender in m or f (space) your school if you want
অর্থাত আপনার নাম আনিস হলে আপনি লিখবেন
reg anis m
আপনি iubতে পড়েন এটা জানাতে হলে লিখুন
anis m iub
এই মেসেজটি 5455 এ এস এম এস করুন
আপনাকে একটা কনফর্ােমশন এবং আপনার PIN/SIN এস এম এস করে পাঠানো হবে।
রেজিস্ট্রেশন করার পর চ্যাট করতে চাইলে এই কমান্ডটা 5455 এ এস এম এস করুন ।
chatlist m
অথবা
chatlist f
আপনি কে কে অনলাইন তা দেখতে পাবেন।
প্রাইভেট চ্যাট করতে চাইলে এই ভাবে লিখুন
chat (space) username (space) your message
যেমন আনিসের সাথে চ্যাট করতে চাইলে লিখুন
chat anis hi
প্রতিটি এস এম এস 2 টাকা করেই ধরা হবে এবং আপনার নাম্বার ও আসল নাম গোপন থাকবে।
আপনিযখন ইচ্ছা যে কোন ইউসার কে block/unblock করতে পারবেন।
আশা করছি আপনারা সবাই আওয়াজ (ব্যবহার) করে আনন্দ পাবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



