শাপলাশালুকডাহুকের শৈশব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কোনও নিপুণ শিল্পীর তুলিতে আঁকা নয়
অথচ এই ছবিটি আমার শৈশবের পাতায় সকালের শিশিরের মতো তুমুল জীবন্ত
আমার ছোট্ট একটি কোষানাও ছিল। কয়েকজন প্রাণের বন্ধু ছিল। গ্রাম থেকে কিছুদূর পুবে আড়িয়াল বিল ছিল।
আমাদের আড়িয়াল বিলে, আর...বাড়ির উত্তর-দক্ষিণ-পশ্চিমের বিরান চকে বর্ষায় আমনের গলাডোবা জলে শাপলা ফুটতো পবিত্র শুভ্রের মতো। আমরা শাপলার সাথে, আর পানির তুলতুলে গা ঘেষে ভাসমান পাতার সাথে সাথে ভাসতাম। একটা একটা করে শাপলার পাঁপড়ি ভাঙতাম, আর তার ভেতর কী যেন খুঁজতাম। গভীর শাপলালতার তলদেশে ডুব দিয়ে তুলে আনতাম শালুক।
দূরে ঝাঁকে ঝাঁকে বালিহাঁস নাবতো; কচুরি গোছার ফাঁকে লুকাতো ডাহুক, শিকারি বক; ভীষণ ইচ্ছে হতো ডুব দিয়ে খুব কাছে ভিড়ে টুপ করে ধরে ফেলি পা। ....আহ্, অমনি সমস্বরে কলকলিয়ে ওরা উড়ে যেতো। সে কী দৃশ্য!
হাওড়বাওড়বিলদেশের সোনার কিশোর শাপলার মালা গলায় পরে, নিরীহ ঢেউজল গায়ে মাখে আর বেড়ে ওঠে। একদিন সেগুলো যদিও স্মৃতি হয়, ভুলে যায়- তার ছিল শাপলাশালুকডাহুকের নেশাঘোর উদোম শৈশব, অজবয়সের উদ্দাম দিনসমগ্র।
নোট :
ছবিটি ফেইসবুকে রুবাইয়েত তিতলির এ্যালবাম থেকে নেয়া হয়েছে। লেখাটার উৎস ওখান থেকেই।
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ্ সাহেবের ডায়রি ।। অন্য দেশে চলে যাচ্ছে গার্মেন্টসের অর্ডার
এবার বাংলাদেশের তৈরি পোশাকের অর্ডারের একটি অংশ প্রতিবেশী ভারত, পাকিস্তানসহ অন্য দেশের বাজারে চলে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজনৈতিক অস্থিরতা, সরকার পতন এবং শ্রমিক অসন্তোষের কারণে দেশের সবচেয়ে বড়... ...বাকিটুকু পড়ুন
অ্যাকশন মুভি সিরিজ - ডাই হার্ড ফ্র্যাঞ্চাইজি
আমার পছন্দের অভিনেতাদের একজন হচ্ছেন ব্রুস উইলিস। তার অভিনীত অসংখ্য সিনেমার মধ্যে আমি অল্প কিছু দেখেছি। সেগুলির মধ্যে ডাই হার্ড ফ্র্যাঞ্চাইজিটি আমার বেশ পছন্দের। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজির প্রথম কয়েকটি... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ভারতের উদ্বেগ!
ভালোভাবেই শেষ হলো সনাতনীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা কিন্তু দুর্গাপূজা ভালো ভাবে শেষ হওয়ায় অনেকেই বড্ড হতাশ হয়েছে; পূজা নিয়ে তারা ট্রামকার্ড খেলতে চেয়েছিল কিন্তু ট্রামকার্ড খেলার পরও সফল হতে পারেনি।... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতি সংকরায়ন
কোথায় চলছে আমাদের সংস্কৃতি!! একদিকে পাড়ায় পাড়ায় মাদ্রাসা, অপরদিকে মহল্লায় মহল্লায় ক্লাবে মদ্যপান, জুয়ার আড্ডা। হজ, হিজাবের উত্থানের সাথে দুর্নীতি, অবৈধ প্রণয়ের মহোৎসব। ভারত খেদাওদের মুখে হিন্দি গান, লুঙ্গি ড্যান্স... ...বাকিটুকু পড়ুন
"গার্মেন্টস ইন্ডাষ্ট্রি" ব্যতিত জাতির বাঁচার পথ নেই।
"নতুন স্বাধীনতা" আসার সময় বাইপ্রোডাক্ট হিসেবে এনার্খী এসেছে সমাজে, প্রশাসনে, রাজনীতিতে ও ব্যবসায়; তাতে গার্মেন্টস'এর সাপ্লাইচেইন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, এবং হয়েছে; উহাকে রিকোভার করার দায়িত্ব কার? দায়িত্ব ড:... ...বাকিটুকু পড়ুন