বর্ষণক্লান্ত একটা ফুল।
নিভে যেতে যেতে অতলে ডুবে যায় ঘ্রাণ।
তোমার দু চোখে লেলিহান হিংস্রতা, পাহাড়ের সৌম্যতায় মিশে যায়।
একটা পরাজিত সিংহী মাটিতে পড়ে ছটফট করে কাঁদে।
রাতের নিগণ্ঠে স্বপ্নভূক মানুষের বিকট উল্লাসে খসে পড়ে থোকা থোকা অন্ধকার
খান খান ভেঙে যায় পাখিদের কামনা
তীব্র শিশিরগুচ্ছ মাটির জরায়ু ভেদ করে উঁকি দেয় ভোরের হৃদয়ে
একবাটি সুখ হাতে আমি তখন আড়িয়াল বিলের কাকচক্ষু জলে ভাসছিলাম।
১২ অক্টোবর ২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


