হে বিখ্যাত রমণিরা, আমার লেখা থেকে তোমাদের
কারো কারো নাম মুছে দিলাম, কারো কারো নাম
পালটে ফেলা হলো। তোমরা এখন খ্যাতির শিখরে।
তোমাদের নাম আমার লেখায় বড্ড আদিখ্যেতা। আমি ভুলে
গেলাম তোমাদের সাথে একদা আমার সখ্যতা ছিল।
দৈবাৎ যদি, আজ থেকে বহু-বহুদিন পরে, আমার লেখাগুলো
জেগে ওঠে আমার মৃত্যুর মহিমায়, আমার পুরোনো সবগুলো
লেখায় তোমাদের নামগুলো সুচারু অক্ষরে সাজিয়ে দিয়ো।
আমি আজ এবং আগেকার মতো মৃত্যুর পরও
তোমাদের অনেক অনেক ভালোবাসবো।
২০ এপ্রিল ২০১৮
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



