প্রেম খুব ভয়ানক ব্যাধি, যার কোনো নিরাময় নেই।
যে-প্রেমিক তাকে প্রেম দিয়েছিল, একদিন সে চলে গেল, কিন্তু প্রেমের যন্ত্রণা রয়েই গেল। সেই প্রেমিককে ভোলার জন্য কতই না চেষ্টা করে যাচ্ছে মেয়েটি, কিন্তু যতই ভুলতে চায়, প্রেমিকের কথা তত বেশি করে তার মনে বেদনা জাগায়। বেদনা তাকে কুরে কুরে খায়।
একটা মেয়ের অন্তরের হাহাকার নিয়ে এবারের গানটি।
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
গানের ইউটিউব লিংক : যত চাই ভুলে যেতে
লিরিক
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
জানালায় চেয়ে থাকি, ধুধু করে চোখ
তোমার বাঁশির সুরে ভেসে আসে সুর
সুর যেন ভিজে আছে শুধু বেদনায়
তোমার কথাই কেন মনে পড়ে হায়
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
দেয়ালে ঝোলানো ছিল চিঠিগুলো সব
পুড়িয়ে ফেলেছি যেন না থাকে স্মৃতি
তবুও চিঠির ঘ্রাণে ভরে আছে ঘর
দহনে প্রতিটা ক্ষণই জ্বলে অন্তর
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
০৪ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




