সেই তুমি চলে গেছ
আবার ফিরবে কিনা
সে কথা আমায় তুমি বলে যাও নি
বলে যাও নি তুমি
সে কথা আমায় তুমি বলে যাও নি

সেই পথ ধরে হাঁটি ফুলবীথিকায়
যেদিকে তাকাই হায় স্মৃতিরা আমাকে কাঁদায়
সারা রাত জেগে থাকি
রাতের আঁধার যেন
করুণ বিষের মতো আমার হৃদয় জুড়ে
সারা রাত বেদনা ছড়ায়

কোথাও রাখি নি লিখে ঠিকানা তোমার
তুমিও যাও নি ফেলে পথের চিহ্ন কোনো
আজো পথে চেয়ে আছি
ভোরের কুয়াশা কেটে
হয়ত হঠাৎ তুমি আবছা ছায়ার মতো
ধীর পায়ে আসছো হেঁটে
০৬ ডিসেম্বর ২০২১

কথা ও সুর : খলিল মাহ্মুদ
কণ্ঠ : : মেহেদী
কি-বোর্ড : আজিমুল
বেস গিটার : প্রকাশ
লিড গিটার : সোহেল
অক্টোপ্যাড : মইনুল
তবলা : আল-আমিন
গানের ইউটিউব লিংক : সেই তুমি চলে গেছো - মেহেদী
সেই তুমি চলে গেছো - খালি গলায়, খলিল মাহ্মুদ



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



