বৃষ্টি হলো ভোরে আমার নয়ন ডোরে
ভেবে তোমায়, ভেবে তোমায়, ভেবে তোমায়।
কবে আসবে আমার কাছে দূর দেশ থেকে
নয়ন ভরা ভালোবাসা আর বুক ভরা শান্তি এঁকে
গোধূলি বেলা আসবে তুমি রঙের পাহাড় বেয়ে
তোমার রঙিন পোশাক চারাপাশ দেবে বর্ণে ছেয়ে
যদি চলে যাও অকারণে কোনো অভিমানে কভু দূরে
আমি কেবল গাইব গান আড়ালে সামনে তোমার সুরে
তোমাকেই বেসেছে ভালো সমস্ত জীবন মরণ দিয়ে
তোমাকে ঘিরেই বেঁচে থাকার সাধ প্রেম মধু পিয়ে
এসো বঁধু এসো সব পিছুটান যেন বহুদূরে ফেলে
আমরা থাকি আপনার খেলায় আপন পাখা মেলে
কথা : শোয়েব মজুমদার
সুর ও মিউজিক : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের ইউটিউব লিংক :
খালি গলায় : এখানে ক্লিক করুন > বৃষ্টি এলো তোমায় ভেবে ভেবে
অথবা, নীচের লিংকে ক্লিক করুন (খালি গলায়)
মিউজিকসহ : এখানে ক্লিক করুন - বৃষ্টি এলো। ভার্সন-২
অথবা নীচের লিংকে ক্লিক করুন - মিউজিকসহ ভার্সন-২
মিউজিকসহ : এখানে ক্লিক করুন - বৃষ্টি এলো তোমায় ভেবে ভেবে। প্রথম ভার্সন
অথবা নীচের ভিডিওতে ক্লিক করুন (মিউজিকসহ)। প্রথম ভার্সন
সুরকারের সম্পাদিত লিরিক :
আজ সকালে তোমাকে ভাবছিলাম
তখনই দু চোখ জুড়ে বৃষ্টি এলো
বৃষ্টি এলো
তোমায় ভেবে ভেবে
আমার দু চোখ জুড়ে
কবে তুমি আসবে দূর দেশ থেকে
বুকে ভালোবাসা চোখে শান্তি এঁকে
গোধূলির বেলা আসবে তুমি রঙের পাহাড় বেয়ে,
তোমার রঙে রঙে আমার হৃদয় যাবে ছেয়ে
জানি না কী অভিমানে চলে গেছো দূরে
সেই গান গাই আমি আজও তোমারি গাওয়া সুরে
এ জীবন বেঁচে থাকে শুধু তোমার প্রেমের টানে
তুমি কাছে এলে খুঁজে পাই জীবনের আসল মানে
২০ আগস্ট ২০২২
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





