১
এক ঝাঁক গ্যালাক্সি
বৃক্ষবীথি ধরে ধরে ধাবমান দ্রুত। অদ্ভুত অন্বেষায়
রাত ছুটে চলে সমুদ্র মন্থনে।
তুমি? একফালি ব্যবচ্ছেদ মহাশূন্যতায়।
২
অমিত্রাক্ষর ছন্দে হেঁটে যাও তুমি
পেছনে ক্ষয়িষ্ণু ছায়ার সজল পটভূমি।
তারপর দূরে, বহু বহু দূরে ধু-ধু ছায়াপথ...
আমার সবটুকু জুড়ে তাৎক্ষণিক, অতীত ও ভবিষ্যত।
৩
পুংসক পুকুরেই নৈঃশব্দ্য জমে
নক্ষত্র নিশ্চিহ্ন হয় বিস্ফোরণ শেষে।
৪
একটি দিনের ভেতর সমগ্র জীবন বেঁধে
বোতলবন্দি আয়ুষ্কাল কাঁদে।
৫
ক্ষুদ্র শস্যবীজ একদিন অঙ্কুরিত হবে
একদা নক্ষত্রঝরা রাত্রিতে তুমি ফিরবেই।
১৩ জুলাই ২০০৮
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




