ওরে তুই নিঠুর কালা
ওরে ও পাষাণ কালা
কত আর দিবি জ্বালা
আমারে খুন করে তুই
সিনা টেনে ঘুরে বেড়াস তুই
মানুষ ভালো না
মিছেমিছি আশা দিলি
এই মন কিনে নিলি
সে মনে আগুন জ্বেলে
অভাগীরে গেলি ফেলে
আমারে খুন করে তুই
সিনা টেনে ঘুরে বেড়াস তুই
মানুষ ভালো না
আগে যদি চিনতাম তোরে
দেই কি ধরা এমন করে
মনটারে তালা দিয়ে
রাখতাম সিন্দুকে ভরে
দেহটাকে পাষাণ করে
কোনোদিনই আমি কারো
হতে চাইতাম না
ওরে তুই নিঠুর কালা
ওরে ও পাষাণ কালা
অযথাই দিলি জ্বালা
আমারে খুন করে তুই
সিনা টেনে ঘুরে বেড়াস তুই
মানুষ ভালো না
০৪ জানুয়ারি ২০২২
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের ইউটিউব লিংক : প্লিজ ক্লিক করুন - ওরে তুই নিঠুর কালা
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
খালি গলায় গাওয়া প্রথম ভার্সনের লিংক : তুই মানুষ ভালো না
অথবা দেখুন নীচের লিংকটি।
কীভাবে এ গানের সুরটি পেলাম
খোকন সোনা ছায়াছবিতে একটা গান আছে - শোনরে শোন ছেলের মা, আমি তো লোকটা মন্দ না, আমাকে মাফ করে দে, আমি আর মদ খাব না (গানটা এখন ইউটিউবে খুঁজে পেলাম না)। গানের শুধু এ অংশটুকুই মনে আছে। পরের লিরিক ও অন্তরার সুর কিছুই মনে নাই। তো, আমি এ কয়েকটা লাইনই বারংবার গাইছিলাম, কখনোবা টেনে টেনে, আবার নিজের মনেই সুর উলটে পালটে ভেংচিয়ে মূল সুরের বারটা বাজিয়ে দিচ্ছিলাম। এরকম অবশ্য শুধু এ সুরটা নিয়েই যে করেছি, তা না। কাজ করার সময় যখন যে গানটা মুখে আসে, ওটাই জাবরকাটার মতো গাইতে গাইতে কখন যে মূল সুর থেকে বহুযোজন দূরের সুরে চলে যাই, নিজেও বুঝতে পারি না। খোকন সোনা ছবির গানটার ব্যাপারেও এটা ঘটলো। হঠাৎই লক্ষ করে দেখি, বাহ, এ দেখি আলাদা আরেকটা সুর হয়ে গেল। ব্যস, সেই আলাদা সুরের উপর ঘষামাজা করে এ সুরটি ফাইনাল করা হয়েছে।
এ গানের উপর আগেও পোস্ট দেয়া হয়েছিল - একজন মন্দ মানুষ
উৎসর্গ : মন্দ মেয়েটি
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


