আমার অনেক প্রিয় একটা গান। আসলে ভূপেন হাজারিকার কোন গানটা কার কাছে প্রিয় নয়, সেটা গবেষণা করে বের করার বিষয়। আমি গাওয়ার চেষ্টা করেছি। আমার আগের একটা পোস্টে জাদিদ ভাই আমার কণ্ঠে ভূপেন হাজারিকার ফ্লেভার পান বলে যে লজ্জা দিয়েছিলেন আর গেঁয়ো ভূত ওরফে মল্লিক ভাই তাতে সায় দিয়ে সেই লজ্জা আরো বাড়িয়ে দিয়েছিলেন, তা থেকেই মনে হলো - তা হলে হয়েই যাক ভূপেন হাজারিকার একটা গান ভূপেন হাজারিকার 'তোমরা গেইলে কি আসিবেন আমার মাহুত বন্ধু রে' গানটার আমি একটা বাংলাদেশীয় ভার্সন করেছিলাম ২০১৫ সালের দিকে। সেই আদি ভিডিওটি আর নাই, পরের দিকে আবার গেয়ে আপলোড করেছিলাম - গরুরে চরাও, গরুরে খাওয়াও। খালি গলায় গাওয়া গানটির লিংক দিয়ে দিলাম এখানে।
এবার কভার করলাম ভূপেন হাজারিকার 'কেঁদো না কেঁদো না তুমি আমার নতুন কন্যা' গানটি। গানটি কে লিখেছেন, কে সুর করেছেন তা আমি খুঁজে পাই নি। তবে, ইউটিউবে আপলোড করার পর একজন জানালেন, এটি রচনা ও সুর করেছেন স্বয়ং ভূপেন হাজারিকাই।
এটি একটি মানবিক গান। এক সৎ কিন্তু অসচ্ছল বাবা তার নবজাতক কন্যার উদ্দেশে কথাগুলো বলছেন। বাবাটি কোনো ধনীর দুলাল নন। বৈশ্বিক চাকচিক্য ও বিলাসিতা দেয়ার মতো সাধ্য তার নেই। তার সাধ্যের মধ্যে যা আছে, তাই তিনি কন্যাকে দিতে চান। গানের কথায়ই সেগুলো উল্লেখ আছে।
কেঁদো না কেঁদো না তুমি
আমার নতুন কন্যা
পাহাড় খুঁজে এনে দেব
কথা কওয়া ময়না ময়না
কেঁদো না কন্যা
পরের সোনা লুকিয়ে রাখার
শিক্ষা বাবা দেয় নি
পরের টাকায় ঝুলি ভরার
দীক্ষা আমি পাই নি
ধনীর দুলাল নই তো আমি
গড়িয়ে দেব গয়না
পাহাড় খুঁজে এনে দেব
কথা কওয়া ময়না ময়না
কেঁদো না কন্যা
বড়ো লোকের ঘরে তোমার
বিয়ে হলে কন্যা
বাক্স ভরা নকশা কাটা
পেতে অনেক গয়না
শুধু ভুলতে যদি চাও গো মেয়ে
পেটের ক্ষুধার যাতনা
শুনে আমি দিতে পারি পাংশ বধের
গাওনা গাওনা
কেঁদো না কন্যা
ধান চালের কালো বাজার
শিক্ষা গুরু দেয় নি
সরষে তেলে ভেজাল দিতে
আমায় কেউ শেখায় নি
শুনতে যদি চাও গো মেয়ে
শোনো গো ও ললনা
আগাল বাঁশের বাঁশির সুর
এই তো তোমার পাওনা পাওনা
কেঁদো না কন্যা
কথা ও সুর : জানা যায় নি। কেউ জানালে খুশি হবো।
মূল শিল্পী : ভূপেন হাজারিকা
মিউজিক ও কভার : খলিল মাহ্মুদ
গানের লিংক : কেঁদো না কেঁদো না তুমি আমার নতুন কন্যা
কেঁদো না কেঁদো না তুমি আমার নতুন কন্যা - কোরাস
কেঁদো না কেঁদো না তুমি আমার নতুন কন্যা - ভূপেন হাজারিকা
হস্তীরে চরান, হস্তীরে নড়ান - ভূপেন হাজারিকা। এ গানের একটা বাংলাদেশী ভার্সন করেছি আমি, যার লিংক উপরে দেয়া হয়েছে।
এ গানটি আগের পোস্টে শেয়ার করা হয়েছিল। But Alas!!! ঐ পোস্টটিতে আফগানদের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের জয়গাথা ছিল বলে ফোকাস চলে যায় ক্রিকেটে, গানটা থেকে যায় অবহেলিত। এবারও যে অ্যাটেনশন পাবে গানটা, সে কথা কিন্তু বলছি না