তুই আমারে এই জীবনে সুখে থাকতে দিলি নারে
তোর প্রেমেতে জ্বলে পুড়ে ছাই করলাম এই দেহটারে
ও আমার সহেলিয়া
ধুঁকে ধুঁকে আজো আমি বেঁচে আছি তোর লাগিয়া
সখীগণরে সাথে লইয়া
পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস
কলকলাইয়া ঢেউ খেলাইয়া
আচম্বিতে দেখে তোরে এক ধেয়ানে থাকি চাইয়া
চোখে চোখ পড়তেই তুই এক ঝলকে যাস পালাইয়া
মরণের ভয় ভুলিয়া
তোর ঘরের চান্দুরার পাশে
চুপটি করে রই লুকাইয়া
পাড়া পড়শি দেখে যদি মুচকি হেসে যায় চলিয়া
তোর জল্লাদ ভাইরা দেখলে অমনি দাবড়ানি দেয় রাম দা লইয়া
০৩ মার্চ ২০২৪
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
ইউটিউব লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুই আমারে এই জীবনে সুখে থাকতে দিলি না রে
অথবা নীচের লিংকে ক্লিক করুন।