এবার অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটা নতুন গান করে ফেলেছি। কয়েকটা লিরিক আগেই লেখা ছিল। সুর ধরে ফেলা মাত্র লিরিক সাজিয়ে ফেললাম, গেয়েও ফেললাম।
প্রফেশনালদের ব্যাপারে আমার তেমন ধারণা নেই, কিন্তু আমার সুর সৃষ্টির ব্যাপারটা একটু অদ্ভুত। আনমনে গুনগুন করতে করতে, কিংবা কোনো গান গাইতে গাইতে, পথে বা গাড়িতে চলতে চলতে, পিসিতে কাজ করার সময় হঠাৎই নতুন সুরের মধ্যে ঢুকে যাই। এমনও হয়েছে, আমারই কোনো গানের মিউজিক কম্পোজ করছি, গাইতে গাইতে আনমনে অন্য একটা সুর করে ফেলেছি। প্রচলিত গানও ক্যাজুয়ালি আঁকাবাঁকা করে, টেনে টেনে, ভেঙেচুরে গাইতে গাইতে দেখেছি সম্পূর্ণ একটা নতুন সুর হয়ে গেছে। এভাবে গত কয়েকদিনে বেশ কয়েকটা নতুন সুর ধরে ফেলেছি এবং এগুলোকে একটু ভালো মনে হওয়ায় শুধু সুরগুলোকে ধরে রাখার জন্য খালি গলায়ই রেকর্ড করে ফেললাম (১ম গানটায় সামান্য মিউজিক দেয়া হয়েছে)। গানে মিউজিক অ্যাড করা একদিকে খুব ঝামেলার কাজ, অন্যদিকে অনেক সময় খেয়ে ফেলে। তাই আপাতত মিউজিক ছাড়াই এগুলো শেয়ার করলাম। ভবিষ্যতে সময়মতো মিউজিক যোগ করা হবে।
নীচের প্রথম গান দুটোর অন্তরার সুর একটা কঠিন এবং চড়াও, গাওয়ার সময় একদিকে গলা তেমন ভালো ছিল না, অন্যদিকে অনেক উঁচু স্কেলে গেয়ে ফেলি, ফলে অন্তরার শেষের দিকে গলা বেশ ফেটে ফেটে গেছে। ৩য় গানটার সুর নরম, আজ গলাটাও একটু ভালো ছিল, গান ধরলাম একটু নীচু স্কেলে। খারাপ হয় নি মনে হয়।
১। একদিন নিবিড় সন্ধায় দুজনে মুখোমুখি।
একদিন নিবিড় সন্ধ্যায়
দুজনে মুখোমুখি
দেখবো তাকিয়ে আয়নায়
যেভাবে নিজেকে দেখি
আমার আকাশ মন দেব খুলে
তুমিও খুলে দিও জানালা তোমার
হৃদয় দিয়ে ছোঁবো হৃদয়ের রঙ
ফোটাবো রাঙা ফুল ভালোবাসার
হয়ত আমাকে বুঝবে সবখানি
আমিও বুঝতে চাই তোমাকে
আমরা খুঁজে পাব গোধূলি বেলায়
কাকলিমুখর এক পাখিদের দেশ
আমরা হেঁটে যাব আলপথ ধরে
সবুজে সোনায় ভরা ফসলের ক্ষেত
কী যে অনাবিল শান্তি সেখানে
চিরকাল ফোটে প্রেম ফোটে প্রেম
০২ মার্চ-২৯ এপ্রিল ২০২৪
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - একদিন নিবিড় সন্ধ্যায় দুজনে মুখোমুখি
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২। আমি তো হেরেই গেলাম।
আমি তো হেরেই গেলাম
তোমাকে পাব বলে গোলাপ বনের
অযুত কাঁটার
সয়েছি আঘাত
হৃদয়ে কাঁটার আঘাত
তবু এই মনের কাছে মন রাখো নি
আমি তো হেরেই গেলাম
আমি তো হেরেই গেলাম
মনের কাছে মন না পেয়ে
তোমাকে এই জীবনে পাওয়া হলো না
তোমাকে পাব বলে সাত সাগর আর
তেরটি নদী
পেরিয়ে যাব
পেরিয়ে অনেক দূরে
তোমাকে হারিয়ে আমি তোমাকেই চাই
তোমাকে হারিয়েও তোমাকেই চাই
হারানোর বেদনাতে
হারানোর বেদনাতেই
তোমায় পাওয়ার সুখ পেতে চাই
তবু তো থাকবে তুমি আমারই হয়ে
০৫ মে ২০২৪
কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমি তো হেরেই গেলাম
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৩। তোমার জন্য মন পড়ে যায়
তোমার জন্য মন পুড়ে যায়
তোমার জন্য বুক পুড়ে যায়
তোমার জন্য অন্তর আমার ক্ষইয়া ক্ষইয়া যায়
তুমি এখন কোথায় আছো
আমায় একলা থুইয়া রে
আমরা ছিলাম একটি বোঁটায় দুইটি রাঙা ফুল
একটুখানি জু্দা হইলে প্রাণ হইত আকুল
মায়ার জালে বাইন্ধা আমায় কই গেলা পালাইয়া রে
কোন আকাশে আছো তুমি কোন জমিনে ঘর
কোন ঠিকানায় পাব তোমায় কে দিবে খবর
জীবন আমার ফানা হইল তোমারে হারাইয়া রে
১০ মে ২০২৪
কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তোমার জন্য মন পুড়ে যায়
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
গানেই থাকুন। শুভ গানবেলা।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৪ বিকাল ৫:৪৭