একটা দড়ির দুদিক থেকে দশটি গাধা টানছিল
সবার মাথায় টাক ছিল আর খাট্ট ওদের কান ছিল
একটি আবাল ঘোড়ায় চড়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল
মগডালে এক বানর বসে ধুমছে তামাক খাচ্ছিল
চায়ের কাপে বাচাল বাবা ভিন কাহিনি ফাঁদছিল
আমি তখন মওকা পেয়েই কেটে পড়ি,
ঘরে আমার কাজ ছিল
বটেন তিনি নবযুগের হবুচন্দ্র মহারাজা
জানেন না তার কাজটা কী তাই,
সময় কাটান লোক হাসিয়ে,
তার চাকুরির ধরনটাই যেথায়-সেথায় খই ভাজা।
১২ ডিসেম্বর ২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



