বাংলাদেশে আবার ফিরে এসেছে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, রাজাকারেরা পথ গুনছে; '৭১ এর পরাজিত সাপদের বাচ্ছারা নিউইয়র্কের বাংগালীদের মাঝেও লুকিয়ে আছে; তাদেরকে মেসেজ দিতে হবে, বাংগালীরা পাকিস্তানী পরাজিত মিলিশিয়াদের ও তাদের বাচ্ছাদের কখনো ছাড়বে না, সে হোক বাংলাদেশে, কিংবা প্রবাসে!
আজ সন্ধ্যায় ৭ টায়, জ্যাকসন হাইটস এ এসে প্রবাসের ও বাংলাদেশের রাজাকারদের মেসেজ দিন, 'বাংগালীরা সাপ পুষে না'।
শাহবাগের আগুনে পুড়ে যাবে পরাজিত রাজাকররা, ও ওদের আশ্রয়দাতা খালেদা-ফখরুলরা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


